পঞ্চম শ্রেণি - বাংলা | অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (১৩)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো

গ্রামবাংলার এক কিশোর। নাম তাঁর জীবনানন্দ দাশ। ডাক নাম মিলু। আবহমান বাংলার প্রকৃতিকে সে রোজ দেখে মুগ্ধ চোখে। সে দেখে, গাছের সবুজ পাতা অঘ্রাণের রাতের অন্ধকারে হলুদ হয়ে ওঠে, হিজলগাছের পাতার ফাঁকে ফাঁকে চলে আলোর খেলা, আর তারই ফাঁকে ফাঁকে বুলবুলির আসা-যাওয়া। আর পুকুরঘাটে গ্রামের বধূর চাল ধোয়া পানির সৌরভে মাছেদের চোখে যেন নেমে আসে তরঙ্গের ঢেউ।

উত্তর

প্রশ্নগুলো হলো—

ক. কে রোজ আবহমান বাংলার প্রকৃতিকে মুগ্ধ চোখে দেখেন?

খ. জীবনানন্দ দাশের ডাক নাম কী?

গ. কোথায় গ্রামের বধূরা চাল ধোয়?

ঘ. জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতিকে কীভাবে দেখেন?

ঙ. কখন গাছের সবুজ পাতা হলুদ হয়ে ওঠে?

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (১২)