পঞ্চম শ্রেণি - বাংলা | সমার্থক শব্দ (১৮৬-১৯০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সমার্থক শব্দ

১৮৬। দুর্গ: পরিখা, কেল্লা।

১৮৭। প্রকৃত: আসল, খাঁটি।

১৮৮। গা: শরীর, দেহ।

১৮৯। ভোর: প্রভাত, উষা।

১৯০। ঘোড়া: অশ্ব, ঘোটক।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ সমার্থক শব্দ (১৮১-১৮৫)