কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে উইকেন্ড মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে

আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৩-২৪ (জুলাই-ডিসেম্বর) সেশনে এক্সিকিউটিভ মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স উইকেন্ড প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। দেড় বছর মেয়াদী এই প্রোগ্রামটি ৩ সেমিস্টারে শেষ হবে।

যোগ্যতা

  • ৪ বছরের স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

  • সিএসই, সিএসটিই, সিএস, আইসিই, আইসিটি, আইটি, ইইই, ইসিই, ইটিই, ফিজিক্যাল বা ম্যাথমেটিক্যাল সায়েন্স—এর যেকোনো বিষয়ের ওপর ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

  • যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং অথবা অনার্সের সাথে সিএসই/আইটি অথবা সমমান বিষয়ে ১ বছর মেয়াদী পিজিডি/এমএসসি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৩

  • ভর্তি পরীক্ষা: ৮ ডিসেম্বর ২০২৩

  • ভর্তি: ১০ থেকে ১২ ডিসেম্বর ২০২৩

  • ক্লাস শুরু: ৭ জানুয়ারি ২০২৪

আরও পড়ুন

জেনে রাখুন

  • ভর্তি ফি ৫ হাজার টাকা ও আবেদন ফরম ফি ৫১০ টাকা।

  • বিএসসি ইঞ্জিনিয়ারিং/অনার্স ডিগ্রিধারীরা শর্ত পূরণ সাপেক্ষে “ওয়েভার”—এর সুযোগ পাবেন। 

  • আবেদনের ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজে অথবা সিএসই বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

  • ফরম ফি বাবদ ৫১০ টাকা ০১৫১৭১৬৯৫৪৯—এই নম্বরে বিকাশের মাধ্যমে সেন্ড মানি করতে হবে।

  • পূরণকৃত আবেদন ফরম, পাসপোর্ট সাইজ ছবি, যাবতীয় সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও অভিজ্ঞতার সকল সন্দ স্ক্যান করে [email protected]—এই ই-মেইলে পাঠাতে হবে, যার সাবজেক্ট হবে “EMCS 10th Batch”। 

  • ই-মেইলের বডিতে নাম, বিকাশ নম্বর ও ট্রান্সজেকশন আইডি, মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস লিখতে হবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: old.cou.ac.bd/cse/allnotice/370

আরও পড়ুন