অধ্যায় ৪
১. কোনটি রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়?
ক. চুনাপাথর খ. কয়লা
গ. বেলেপাথর ঘ. গ্রানাইট
২. নিম্নগতিতে নদীর—
i. স্রোতের গতি বেড়ে যায়
ii. সঞ্চয় বেড়ে যায়
iii. ঢাল হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. কয়লা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?
ক. মার্বেল খ. গ্রাফাইট
গ. স্লেট ঘ. গ্রানাইট
৪. ভূ–অভ্যন্তর ভাগে কয়টি স্তর রয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৫. ভূপৃষ্ঠের পরিবর্তন কয় রকম হতে পারে?
ক. ২ রকম খ. ৩ রকম
গ. ৪ রকম ঘ. ৫ রকম
৬. ভূপৃষ্ঠে শিলার কঠিন বহিরাবরণকে কী বলে?
ক. ভূত্বক খ. মণ্ডল
গ. গুরুমণ্ডল ঘ. কেন্দ্রমণ্ডল
৭. অশ্মমণ্ডলের ওপরের অংশ কী নামে পরিচিত?
ক. ভূত্বক খ. অন্তঃত্বক
গ. গুরুমণ্ডল ঘ. বহিঃমণ্ডল
৮. ভূত্বকের শিলাস্তরগুলোকে প্রধান কয় ভাগে ভাগ করা হয়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৯. ভূত্বকের নিচে কত কি.মি. পর্যন্ত অংশকে গুরুমণ্ডল বলে?
ক. ১২৭৯ কি.মি. খ. ১৬১২ কি.মি.
গ. ২১৬৫ কি.মি. ঘ. ২৮৮৫ কি.মি.
১০. গুরুমণ্ডল কোন শিলা দ্বারা গঠিত?
ক. ব্যাসল্ট খ. রায়োলাইট
গ. গ্রানাইট ঘ. অ্যান্ডিসাইট
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.খ ২.গ ৩.খ ৪.খ ৫.ক ৬.ক ৭.ক ৮.ক ৯.ঘ ১০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা