অধ্যায় ৪
১. প্রশ্ন: মানুষ কীভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে?
উত্তর: বায়ুপ্রবাহের মাধ্যমে মানুষ ভেজা কাপড় শুকায়, টারবাইন বা বড় চরকা ঘুরিয়ে বিদ্যুৎ উত্পাদন করে, হেয়ার ড্রায়ারের মাধ্যমে মেয়েরা চুল শুকায়, নদীতে পালতোলা নৌকা চালায়।
২. প্রশ্ন: মানুষের স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কী?
উত্তর: বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষের স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাবসমূহ হলো—
ক. বায়ুদূষণের ফলে ফুসফুসের ক্যানসার হয়।
খ. এর ফলে শ্বাসজনিত রোগ হয়।
গ. এর ফলে হৃদ্রোগ হয়ে থাকে।
৩. প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো।
উত্তর: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো—
ক. গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা।
খ. যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলা।
গ. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা।
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা