বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

১৮. প্রশ্ন: নারীদের জন্য কমপক্ষে প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা কেন?

উত্তর: বিভিন্ন কারণে মেয়েরা ছেলেদের তুলনায় বিদ্যালয়ের পাঠ শেষ না করে পড়াশোনা বন্ধ করে দেয় বা ঝরে পড়ে। এ অবস্থায় দেশের উন্নয়নের লক্ষ্যে নারীর শিক্ষার প্রসার ঘটাতে হবে। নারীদের উন্নয়ন মানে সমাজের তথা দেশের উন্নয়ন।

নারীদের কমপক্ষে প্রাথমিক শিক্ষার প্রয়োজন।

কারণ হলো:

ক. প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুর মানসিক, দৈহিক ও নৈতিক চরিত্রের বিকাশ ঘটবে।

খ. কমপক্ষে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত নারী কুসংস্কার ও অশিক্ষা থেকে পরিবারকে সচেতন করতে পারবেন।

গ. মা যদি শিক্ষিত হন তবে তাঁর সন্তানদের পাঠদান তৈরিসহ সন্তানকে উপযুক্ত করে গড়ে তুলতে পারবেন।

ঘ. নানারকম কাজের প্রশিক্ষণ নিয়ে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবেন।

ঙ. একটি দেশের জাতি গঠনে নারী শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে পরিবারের কন্যাসন্তানটিকেও ছেলেসন্তানের সঙ্গে লেখাপড়ায় উৎসাহিত করতে পারবেন।

১৯. প্রশ্ন: বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সফলভাবে সমাপ্ত করে এমন ছাত্রছাত্রীর অনুপাত কত?

উত্তর: বাংলাদেশে প্রাথমিক শিক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণি থেকে ভালো ফল নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীর অনুপাত ২৮: ২৮।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা