পঞ্চম শ্রেণি - বাংলা | ক্রিয়াপদের চলিত রূপ (১১১-১২০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ক্রিয়াপদের চলিত রূপ

১১১. প্রশ্ন: উহাকে মেরো না।

উত্তর: ওকে মেরো না।

১১২. প্রশ্ন: লিপি বাড়ির কাজ করিতেছে।

উত্তর: লিপি বাড়ির কাজ করছে।

১১৩. প্রশ্ন: মিলির কথায় সবাই হাসিয়া উঠিল।

উত্তর: মিলির কথায় সবাই হেসে উঠল।

১১৪. প্রশ্ন: শিশুটা আনন্দে ছুটিতেছে।

উত্তর: শিশুটা আনন্দে ছুটছে।

১১৫. প্রশ্ন: গবেষকরা সাবধানতার সহিত কাজটি করলেন।

উত্তর: গবেষকরা সাবধানতার সঙ্গে কাজটি করলেন।

১১৬. প্রশ্ন: উয়ারী-বটেশ্বর গ্রামে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়াছে।

উত্তর: উয়ারী-বটেশ্বর গ্রামে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে।

১১৭. প্রশ্ন: বাবা আমার ফলাফলে খুশি হইলেন।

উত্তর: বাবা আমার ফলাফলে খুশি হলেন।

১১৮. প্রশ্ন: বাদশাহ ডাকিলেন শিক্ষককে।

উত্তর: বাদশাহ ডাকলেন শিক্ষককে।

১১৯. প্রশ্ন: শাহজাদা গুরুর পায়ে পানি ঢালিতেছে।

উত্তর: শাহজাদা গুরুর পায়ে পানি ঢালছে।

১২০প্রশ্ন: ভাবিতে ভাবিতে মৌলবীর কপালে চিন্তার রেখা দেখা দিল।

উত্তর: ভাবতে ভাবতে মৌলবীর কপালে চিন্তার রেখা দেখা দিল।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা