পঞ্চম শ্রেণি - গণিত | অধ্যায় ১ : প্রশ্নোত্তর

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. প্রশ্ন: ----- × ৭৫ = ৭৪৯২৫, খালি ঘরে কত বসবে?

উত্তর: ৯৯৯

২. প্রশ্ন: একটি কলমের দাম ৩৩ টাকা হলে ১১০টি কলমের দাম কত?

উত্তর: ৩৬৩০ টাকা।

৩. প্রশ্ন: রাস্তা মেরামতের জন্য একটি পরিবার ২৫০ টাকা দিলে ৩২৪টি পরিবার মোট কত টাকা দেবে।

উত্তর: ৮১০০০ টাকা।

৪. প্রশ্ন: একটি মোবাইল ফোনের দাম ৯৯৯ টাকা হলে ৪৫টি মোবাইল ফোনের দাম কত?

উত্তর: ৪৪৯৫৫ টাকা।

৫. প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা। এক বছরে তার আয় কত?

উত্তর: ৭৮৮৪০ টাকা।

৬. প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে?

উত্তর: ভাজ্য।

৭. প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?

উত্তর: ভাজক।

৮. প্রশ্ন: ‘ভাগশেষ< ভাজক’ এর অর্থ কী?

উত্তর: ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট

৯. প্রশ্ন: ভাজক × ভাগফল+ভাগশেষ= ⃞ খালি ঘরে কী বসবে?

উত্তর: ভাজ্য

১০. প্রশ্ন: ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে কী বলে?

উত্তর: ভাগফল

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

আরও পড়ুন