সংক্ষেপে জেনে রাখি - সরকার, শিশুশ্রম, রেচনতন্ত্র, সামাজিকীকরণ

সরকার

সরকার রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান। সরকারের মাধ্যমেই রাষ্ট্র সব কাজ করে থাকে। রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সরকার আইন প্রণয়ন করে, নিয়মকানুন আরোপ করে এবং জনগণকে পরিচালনা করে। জনগণ সরকারের সব বৈধ আদেশ মেনে চলে এবং সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে।

শিশুশ্রম

শিশুর জন্য ক্ষতিকর কাজই হলো শিশুশ্রম। শিশুশ্রম শিশুর স্বাস্থ্য ও শিক্ষাকে প্রভাবিত করে। উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদ, ঝুঁকি, শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সে কাজকে শিশুশ্রম বলে। বাংলাদেশে ১৮ বছরের নিচে শিশুশ্রম বেআইনি।

রেচনতন্ত্র

দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলে। রেচন প্রক্রিয়া যে তন্ত্রের সাহায্যে সম্পাদিত হয়, তাকে রেচনতন্ত্র বলে। এক জোড়া বৃক্ক, এক জোড়া মূত্রনালি, একটি মূত্রথলি এবং একটি ইউরেটার নালি নিয়ে মানুষের রেচনতন্ত্র গঠিত।

সামাজিকীকরণ

যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু সমাজের উপযুক্ত সদস্যে পরিণত হয়, তাকে সামাজিকীকরণ বলে। শিশু যখন জন্মগ্রহণ করে, তখন সে একান্তই ইন্দ্রিয়সর্বস্ব প্রাণী থাকে। তার বেড়ে ওঠা শুরু হয় পরিবার থেকে। পরিবারের গণ্ডি পার হয়ে তাকে নতুন নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে শিখতে হয়। এভাবে নতুন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নামই হলো সামাজিকীকরণ।

আরও পড়ুন