অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৫
১১. শৈশবে শিশুর কাছে কার আকর্ষণ অপ্রতিরোধ্য?
ক. বোনের খ. ভাইয়ের
গ. বন্ধুর ঘ. বাবার
১২. শিশুরা সঙ্গী–সাথিদের মাধ্যমে কোনটি অর্জন করতে পারে?
ক. সহমর্মিতা ও নেতৃত্ব
খ. সহযোগিতা ও প্রজ্ঞা
গ. সহনশীলতা ও ধনসম্পদ
ঘ. নেতৃত্ব ও দূরদর্শিতা
১৩. কোনটি পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার অপূর্ব সুযোগ তৈরি করে দেয়?
ক. রেডিও খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
১৪. কোনটি মানুষকে সচেতন ও সংগঠিত করার কাজ করে থাকে?
ক. শিক্ষাপ্রতিষ্ঠান
খ. স্থানীয় সমাজ
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান
ঘ. সংবাদপত্র
১৫. সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাহন কারা?
ক. শিশুরা
খ. সমবয়সী সাথি
গ. পিতামাতা
ঘ. ভাইবোন
১৬. গণমাধ্যম বলতে কী বোঝায়?
ক. সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের নাম
খ. শুধু বিনোদন পরিবেশনের নাম
গ. শুধু সংবাদ পরিবেশনের নাম
ঘ. শুধু মতামত পরিবেশনের নাম
১৭. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বলতে কী বোঝায়?
ক. তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
খ. শুধু তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি
গ. শুধু তথ্য ব্যবহার করার প্রযুক্তি
ঘ. বৈজ্ঞানিক আবিষ্কারের প্রযুক্তি
১৮. দেশ ও বিদেশের মানুষের মাঝে সম্পর্ক আর সংযোগ সৃষ্টির অন্যতম বাহন কোনটি?
ক. গণমাধ্যম
খ. মিডিয়া
গ. গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি
ঘ. তথ্যপ্রযুক্তি
১৯. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোনটি জনশিক্ষার একটি প্রধান মাধ্যম?
ক. বেতার খ. টেলিভিশন
গ. ইন্টারনেট ঘ. সংবাদপত্র
২০. কোনটির মাধ্যমে মানুষের মাঝে গণসচেতনতা বৃদ্ধি পায় ও সংস্কৃতিবোধ সৃষ্টি হয়?
ক. সংবাদপত্র খ. বেতার
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১১.গ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.ঘ ২০.খ
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা