বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি পরিক্ষার শেষ মুহূর্তের করণীয়
দক্ষিণ এশিয়ার একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বুটেক্স। আগামী ৮ মার্চ বুটেক্সের ভর্তি পরীক্ষা। প্রতিটা পরীক্ষার আগে সবারই নিজস্ব প্রস্তুতির আলাদা আলাদা প্যাটার্ন থাকে। কিছু বিষয়ে শেষ মুহূর্তে খেয়াল না করলে প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যায় এবং পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়তে হয়। একজন এক্স-বুটেক্সিয়ান হিসেবে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব।
বুটেক্সের ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজিতে আলাদা আলাদা বিষয়ের ওপর মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। তাই এ বিষয়গুলোতে আপনার বেসিক ক্লিয়ার থাকতে হবে। বেশির ভাগ সময় বেসিক লেভেল থেকেই প্রশ্ন হয়।
যেহেতু হাতে আর কয়েক দিন আছে, তাই এ বিষয়গুলো বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করুন। যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখনো ঠিকভাবে বুঝতে পারছেন না, সে রকম পাঁচ-সাতটি টপিক টিউটর, ইউটিউব অথবা কারও সাহায্য নিয়ে বুঝে নিতে হবে। এর বেশি নতুন টপিকে সময় দেওয়া ঠিক হবে না।
পরীক্ষার আগের রাতে সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে আর প্রফুল্ল চিত্তে থাকার চেষ্টা করতে হবে। যত বেশি টেনশন করবেন, তত পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হবে।
পরীক্ষার আগের রাতে ১০-১৫ মিনিট ব্যয় করুন আপনজনের সঙ্গে, সেটা হোক বাবা, মা অথবা বন্ধুবান্ধব, যার সঙ্গে কথা বললে মন ফ্রেশ হবে।
পরীক্ষার আগের রাতে ১১টার মধ্যে ঘুমিয়ে সকাল ৬টার মধ্যে ওঠার চেষ্টা করতে হবে।
সকাল বেলা হালকা খাবার খেতে হবে, ভারী খাবার খাওয়া যাবে না। তবে একেবারে না খেয়ে পরীক্ষার হলে যাওয়া ঠিক নয়।
প্রবেশপত্র, প্রয়োজনীয় উপকরণ, একাধিক কলম ইত্যাদি আগের রাতেই নির্দিষ্ট ফাইলে গুছিয়ে রাখতে হবে।
পরীক্ষার কেন্দ্রের নাম ভালোভাবে দেখে নিতে হবে এবং পরীক্ষার দেড় থেকে দুই ঘণ্টা আগে পৌঁছানোর চেষ্টা করতে হবে। ঢাকা শহরের জ্যামের কারণে অনেকেই ঠিক সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না।
পরীক্ষার হলে পরিদর্শকের সব কথা বুঝে নেবেন এবং দেখেশুনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করবেন। শুরুতে সহজ প্রশ্ন, যেগুলো খুব ভালোভাবে পারবেন, সেগুলো দিয়ে শুরু করবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। জটিল প্রশ্নগুলো শেষের দিকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
২ ঘণ্টার পরীক্ষা হবে, তাই ধৈর্য ধরে প্রশ্নের উত্তর করতে হবে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখলে অযথা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায়।
সবার পরীক্ষা ভালো হোক। আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা।
মো: জাকারিয়া আলম ঝিকু, প্রভাষক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী, বুটেক্স ব্যাচ (৩৭)