উত্তর লেখার অনুশীলন করতে হবে | এইচএসসি পরীক্ষা ২০২২

অধ্যক্ষের পরামর্শ

মো. আবু মাসুদ

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। এবারও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। এখন বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো মনোযোগ দিয়ে রিভিশন দাও। কোনো বিষয়ের কোনো অধ্যায় নিয়ে অস্পষ্টতা থাকলে শিক্ষকের সঙ্গে কথা বলে তা ঠিক করে নেবে।

বাসায় সৃজনশীল পদ্ধতিতে উত্তর লেখার অনুশীলন করবে। পরীক্ষার হলে প্রশ্ন কমন না পড়লে বা কম কমন পড়লে ঘাবড়ে যাবে না। এবার পরীক্ষায় বিকল্প প্রশ্ন থাকবে, তাই উত্তর দিতে কোনো অসুবিধা হবে না।  

একটা কথা বলতে চাই, যে কটি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, সেগুলো ভালো করে রিভিশন দেবে। সময়সূচি আর পরীক্ষাবিষয়ক দরকারি নির্দেশনাগুলো পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখবে। রচনামূলক ও বহুনির্বাচনি উভয় অংশেই বিশেষভাবে জোর দেবে। নিজেকে সবসময় মানসিক চাপমুক্ত রাখার চেষ্টা করবে। প্রতিটি বিষয়ে ভালো করে প্রস্তুতি নাও, নিয়মিত অনুশলন করো– পরীক্ষায় তুমি সাফল্য পাবেই। 

মনে রেখো, এই পরীক্ষার মধ্য দিয়ে তোমার ভবিষ্যৎ জীবনের উচ্চ শিক্ষার সিঁড়ি নির্ধারণ হবে।

মো. আবু মাসুদ, অধ্যক্ষ, ঢাকা কর্মাস কলেজ, ঢাকা