বাংলা - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

প্রবন্ধ

প্রবন্ধ হলো কোনো বিষয়ের গদ্য রচনা। লেখক সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়কে অবলম্বন করে কিছু জানানোর উদ্দেশ্যে কিংবা সে বিষয়ে নিজস্ব মতামত জ্ঞাপনের উদ্দেশ্যে প্রবন্ধ রচনা করেন। সে ক্ষেত্রে ভাবের অনুগামী ভাষা ব্যবহার করেন, মত প্রতিষ্ঠার জন্য কখনো যুক্তি উপস্থাপন করেন, কখনো তত্ত্ব ও তথ্যের সমাবেশ ঘটান, কখনোবা ব্যাখ্যার মাধ্যমে বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেন। আর তাই প্রবন্ধ রচনায় ভাব, ভাষা, যুক্তি ও বর্ণনার একটা আঁটসাঁট বন্ধন থাকা অতি জরুরি, তবেই তা হবে সার্থক রচনা।

সুতরাং যে গদ্য রচনায় কোনো বিষয় সম্বন্ধে লেখকের চিন্তাভাবনা, অভিজ্ঞতাবোধ ইত্যাদি উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি-বিশ্লেষণের মধ্য দিয়ে সুসংহত রূপ লাভ করে, তাকেই প্রবন্ধ বা প্রবন্ধ রচনা বলে। প্রবন্ধ রচনার বিষয় নির্বাচনের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। লেখক নিজের পছন্দমতো যেকোনো বিষয়েই প্রবন্ধ রচনা করতে পারেন।

এসো এবার জেনে নিই প্রশ্নোত্তর:

প্রশ্ন: প্রবন্ধ কী?

উত্তর: প্রবন্ধ হলো কোনো বিষয়ের গদ্য রচনা।

প্রশ্ন: বিষয়বস্তু উপস্থাপনের ভঙ্গি অনুসারে প্রবন্ধকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর: বিষয়বস্তু উপস্থাপনের ভঙ্গি অনুসারে প্রবন্ধকে তিন ভাগে ভাগ করা যায়।

প্রশ্ন: রচনার প্রকৃতির ওপর নির্ভর করে প্রবন্ধ কয় ধরনের হতে পারে?

উত্তর: দুই ধরনের।

প্রশ্ন: কোনো বিখ্যাত ব্যক্তি, স্থান, ভাষা, সাহিত্য ইত্যাদি বিষয় নিয়ে কোন ধরনের প্রবন্ধ লেখা হয়?

উত্তর: তথ্যমূলক প্রবন্ধ।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা