ডিজিটাল প্রযুক্তি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ২

সেশন–১

সিদ্ধান্ত: মিজান ব্যক্তিগত কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করছে। কিন্তু ওয়েবসাইটটিতে সিনেমাটি প্রদর্শনের অনুমতি না নিয়েই তাদের প্ল্যাটফর্মে বাণিজ্যিক কাজে সেটি ব্যবহার করছে এবং তারা নিয়ম মানছে না। ফলে সিনেমার প্রযোজক ওয়েবসাইটের স্বত্বাধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

খ. মিতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখল ৫০ টাকা দিয়ে সফটওয়্যারটি  তৈরিকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে। মিতুর বন্ধু হেনা বলল, ‘আমার কাছেই সফটওয়্যারটি আছে, কেনার কোনো প্রয়োজন নেই, তুই আমার থেকে সফটওয়্যারটি কপি করে নিস।’ মিতু বলল, ‘এটা একদম উচিত হবে না।’ সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটির লাইসেন্স কিনে নিয়ে মিতু এখন ব্যবহার করছে।

সিদ্ধান্ত: সফটওয়্যারটি ছিল বুদ্ধিবৃত্তিক সম্পদ। মিতু প্রয়োজনীয় সফটওয়্যারটি অনলাইনে ওয়েবসাইটে গিয়ে সেটির লাইসেন্স কিনে নিয়ে ব্যবহার করছে। এটি সঠিক ছিল। আর যদি সফটওয়্যারটি কপি করে ব্যবহার করত, তাহলে সেটি হতো পাইরেসি।

গ. একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করল। কিন্তু অন্য আরও একটি কোম্পানি সেই একই কোমল পানীয়র নামে বাজারে পণ্য বিক্রি শুরু করল। তখন যে কোম্পানি এই ফর্মুলা কিনে নিয়েছিল, তারা আদালতের দ্বারস্থ হলো।

সিদ্ধান্ত: বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানির ফর্মুলাটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। তারা বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়। আর অন্য একটি কোম্পানি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়নি। তাই বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানির আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল।

ঘ. রায়হান ভ্রমণবিষয়ক বই লিখেছে নিজের বিভিন্ন পরিদর্শন করা স্থানের অভিজ্ঞতা নিয়ে। রায়হান একটি প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেধাস্বত্ব পাওয়ার শর্তে বইটি প্রকাশের অনুমতি দিয়েছে। এ বছর বইমেলায় বইটি প্রকাশ করেছে এবং বইটি পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে।

সিদ্ধান্ত: রায়হানের ভ্রমণবিষয়ক বইটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। এটি বাণিজ্যিক কাজে চুক্তিবদ্ধ হওয়ায় রায়হান লাভবান হবেন।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা