বহুনির্বাচনি প্রশ্ন (১১-১৭) : অধ্যায় ১৪ | বিজ্ঞান - অষ্টম শ্রেণি

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১৪

১১. ভৌত উপাদান হলো—

i. মাটি

ii. বায়ু

iii. হিউমাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. জলজ বাস্তুতন্ত্র প্রধানত কয় ধরনের?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১৩. সুন্দরবনের মাটি কেমন?

ক. কর্দমাক্ত খ. বেলে

গ. শক্ত ঘ. দোআঁশ

১৪. জীবজগতের সকল শক্তির মূল উৎস—

ক. খাদ্য খ. বায়ু

গ. মানুষ ঘ. সূর্য

আরও পড়ুন

১৫. ম্যানগ্রোভ বনে কোনটি প্রথম স্তরের খাদক?

ক. বানর খ. কচ্ছপ

গ. হরিণ ঘ. শূকর

১৬. বাস্তুসংস্থানে শক্তির প্রবাহ কীরূপ?

ক. উভমুখী খ. চক্রাকার

গ. একমুখী ঘ. দ্বিমুখী

১৭. বাস্তুসংস্থানে পুষ্টির প্রবাহ কীরূপ?

ক. দ্বিমুখী খ. উভমুখী

গ. একমুখী ঘ. চক্রাকার

সঠিক উত্তর

অধ্যায় ১৪: ১১.ক ১২.খ ১৩.ক ১৪.ঘ ১৫.গ ১৬.গ ১৭.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন