অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | বাবুরের মহত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

বাবুরের মহত্ত্ব

৩১. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় ‘পাঠান’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. একটি এলাকা খ. একটি বংশ

গ. একটি রাজতন্ত্র ঘ. একটি রাজধানী

৩২. ‘শাহিগদি’ বলতে বোঝানো কী হয়েছে?

ক. রাজত্ব খ. ক্ষমতা

গ. পালঙ্ক ঘ. সিংহাসন

৩৩. ‘গুপ্ত কৃপাণ’ বলতে কী বোঝায়?

ক. লুকানো সম্পদ

খ. লুকানো শত্রু

গ. লুকানো তলোয়ার

ঘ. লুকানো অস্ত্র

৩৪. ‘করি-শুলের ঘর্ষণ দেহে সহি

পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি

ফিরিয়া আসিল বীর

চারিপাশে তার জমিল লোকের ভিড়।’

‘বাবুরের মহত্ত্ব’ কবিতাংশে বাবুরের চরিত্রের যে গুণ প্রকাশ পেয়েছে—

i. বীরত্ব বা সাহসিকতা

ii. মহানুভবতা

iii. উদারনীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. কালিদাস রায়কে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদান করার সঙ্গে নিচের কোন প্রতিষ্ঠানটি সম্পর্কযুক্ত?

ক. কলকাতা বিশ্ববিদ্যালয়

খ. শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়

গ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

ঘ. কলকাতা প্রেসিডেন্সি কলেজ

৩৬. এক যুবক দানবীর হাতেমকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ঘটনাচক্রে হাতেমের মহানুভবতায় মুগ্ধ হয়ে যুবক তাঁকে হত্যা না করে ফিরে আসেন। উদ্দীপকের হাতেমের সঙ্গে তোমার পঠিত কোন চরিত্রের মিল আছে?

ক. রণবীর চৌহান খ. সংগ্রাম সিং

গ. সম্রাট বাবুর ঘ. বাদশা লোদি

৩৭. কালিদাস রায়ের ক্ষেত্রে যে তথ্যটি গ্রহণযোগ্য—

i. তিনি বর্ধমান জেলার কড়াই গ্রামে জন্মগ্রহণ করেন

ii. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি.লিট উপাধি দেন

iii. তিনি ‘কবিশেখর’ উপাধিতে ভূষিত হন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. ‘বসুধা’ শব্দের অর্থ কী?

ক. পৃথিবী খ. ক্ষমতা

গ. মাঠ ঘ. বাধা

৩৯. ‘বে–আকুফ’ শব্দের অর্থ কী?

ক. নির্বোধ খ. ভূষিত

গ. সহজ ঘ. চালাক

৪০. বাবুর কাদের হৃদয় দখল করার জন্য মনস্থির করেন?

ক. বিজিতের খ. প্রজাদের

গ. রাজপুতদের ঘ. নাগরিকদের

সঠিক উত্তর

বাবুরের মহত্ত্ব: ৩১.খ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ক ৩৫.গ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ক ৪০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)