সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জৈবিক বন্ধন

কাল্পনিক বন্ধন

১১. উদ্দীপকে কোন ধরনের সামাজিক সম্পর্কের কথা বলা হয়েছে?

ক. পারিবারিক খ. বৈবাহিক

গ. জ্ঞাতি সম্পর্ক ঘ. ধর্মীয়

১২. উক্ত সম্পর্ক উপেক্ষা করা যায় না—

i. পরিবার গঠনের ক্ষেত্র

ii. সমাজকাঠামোর ক্ষেত্র

iii. সামাজিক মূল্যবোধের ক্ষেত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. কেন মানুষ সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলে?

ক. উন্নতির জন্য

খ. উদ্দেশ্য পূরণের জন্য

গ. বেঁচে থাকার জন্য

ঘ. আচরণ নিয়ন্ত্রণের জন্য

১৪. কোন ধরনের প্রতিষ্ঠান ছাড়া সভ্য ও স্বাভাবিক জীবন যাপনের কথা চিন্তা করা যায় না?

ক. অর্থনৈতিক প্রতিষ্ঠান

খ. রাজনৈতিক প্রতিষ্ঠান

গ. ধর্মীয় প্রতিষ্ঠান

ঘ. সামাজিক প্রতিষ্ঠান

১৫. ‘যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত, সেটাই প্রতিষ্ঠান’—উক্তিটি কার?

ক. ম্যাকাইভারের খ. জিসবার্টের

গ. স্পেন্সারের ঘ. বার্নাসের

১৬. সমাজবিজ্ঞানী জিসবার্ট প্রতিষ্ঠানকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. নদী খ. চাকা

গ. সমুদ্র ঘ. শিল্পকারখানা

১৭. ‘প্রতিষ্ঠান হলো মানুষের অভ্যাসগত কর্মপন্থা, যা সমাজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, প্রতিষ্ঠিত ও বিন্যস্ত’— উক্তিটি কে করেছেন?

ক. বার্নস খ. এলউড

গ. ম্যাকাইভার ঘ. জিসবার্ট

১৮. সমাজ গঠনের মূলে রয়েছে কোনটি?

ক. অর্থনৈতিক প্রতিষ্ঠান

খ. সামাজিক প্রতিষ্ঠান

গ. সাংস্কৃতিক প্রতিষ্ঠান

ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠান

১৯. সামাজিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—

i. সমাজের শৃঙ্খলা রক্ষায়

ii. সমাজের ভারসাম্য রক্ষায়

iii. সমাজের মানুষকে ধর্মীয় বিধান শেখাতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে—

i. রাষ্ট্র

ii. সামাজিক আইন

iii. পরিবার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.গ ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.খ

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা