সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | দলে ভাগ হয়ে নাটিকার পরিকল্পনাটি সংক্ষেপে লিখি

সপ্তম শ্রেণির পড়াশোনা

দলে ভাগ হয়ে নাটিকার পরিকল্পনাটি সংক্ষেপে লিখি

আমাদের ‘ক’ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে নাটিকাটি উপস্থাপন করতে হবে। তাই এখন থেকেই আমাদের পরিকল্পনা করতে হবে। একটি নাটিকা উপস্থাপন করতে আমাদের কয়েকটি প্রয়োজনীয় বিষয় লাগবে। সেগুলো হলো অভিনেতা, অভিনেত্রী, অন্যান্য শিল্পী, পোশাক। সুতরাং ক্লাসের সবাই মিলে প্রথমেই আমাদের ওপরের বিষয়গুলো ঠিক করে নিতে হবে।

আরও পড়ুন

শিক্ষার্থীরা প্রয়োজনে শিক্ষক বা অভিভাবকদের নিয়ে একটি নাটিকা লিখিয়ে নিতে পারবে। পরিচালক ও অভিনয়শিল্পী শিক্ষার্থীরা নিজেরাই হবে। পরিচালক ও অভিনয়শিল্পী নির্বাচন করে ফেলতে হবে। কিছু শিক্ষার্থী পোশাক সজ্জার দায়িত্ব নিবে। কিছু শিক্ষার্থী স্টেজ সাজানোর দায়িত্ব নেবে। স্ক্রিপ্ট রেডি হওয়ার পর কিছুদিন ক্লাসের শেষে নাটিকাটি অনুশীলন করতে হবে। বারবার অনুশীলনের মাধ্যমে নিজেদের পারফরম্যান্স ভালো করে তুলতে হবে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন