অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | অতিথির স্মৃতি : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অতিথির স্মৃতি

১. ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখক কে?

ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৭৪ খ. ১৮৭৫

গ. ১৮৭৬ ঘ. ১৮৭৭

নিচের উদ্দীপকটি পড়ে ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান পশুপাখির সঙ্গে সৌহার্দ্য স্থাপন করেছিলেন। তাঁর বাসভবনে অনেক হিংস্র প্রাণীও ছিল, যেগুলো হিংস্রতা ভুলে গিয়ে শান্ত হয়ে ছিল।

৩. উদ্দীপকের মূল বক্তব্যের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের সাদৃশ্য কোথায়?

ক. মহত্ত্বের কাছে হিংস্রতা হার মানে

খ. মানবেতর প্রাণী হিংস্র হয়

গ. হিংস্র প্রাণী কখনো শান্ত হয় না

ঘ. তুচ্ছ জীবকে তাচ্ছিল্য করা উচিত

৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী?

ক. অপরাজেয় কথাশিল্পী

খ. রূপসী বাংলার কবি

গ. সাহিত্যসম্রাট

ঘ. কাব্যবিশারদ

৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনগুলো?

ক. এই সমাজ, দেবদাস

খ. গৃহদহন

গ. দেনাপাওনা, পথের শেষ

ঘ. শ্রীকান্ত, দেবদাস

৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. কলকাতা বিশ্ববিদ্যালয়

গ. সোরবন বিশ্ববিদ্যালয়

ঘ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে ডি-লিট ডিগ্রি লাভ করেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. কলকাতা বিশ্ববিদ্যালয়

গ. সোরবন বিশ্ববিদ্যালয়

ঘ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

৮. ১৯০৭ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়?

ক. দেনাপাওনা খ. বড়দিদি

গ. পথের দাবি ঘ. শেষ প্রশ্ন

৯. কোথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটে?

ক. ঢাকায় খ. দেওঘরে

গ. ভাগলপুরে ঘ. কলকাতায়

নিচের উদ্দীপকটি পড়ে ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পরিবারে একমাত্র কন্যা জন্ম নেওয়ায় খুশি হয়েছেন সামাদ মিয়া। এ উপলক্ষে তিনি প্রতিবেশীদের দাওয়াত করেছেন। অনুষ্ঠানের দশ দিন আগে তিনি একটি বড় ছাগল কিনে এনেছেন। কিন্তু সামাদ মিয়ার ছেলে আশিক ছাগলটি জবাই করতে দেয় না। কারণ, আশিককে দেখলেই ছাগলটি ‘ম্যা’ ‘ম্যা’ করে। ছাগলটির সঙ্গে আশিকের মধুর সম্পর্ক গড়ে উঠেছে। তাই সামাদ মিয়া বাধ্য হয়ে হাট থেকে মাংস কিনে এনে অনুষ্ঠান করেন।

১০. উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বক্তব্যে মিল কোথায়?

ক. অবলা জীবের জন্য কাতর না হওয়া

খ. ছাগলটি জবাই করতে না দেওয়া

গ. নিষ্ঠুরতা পরিহার করা

ঘ. তুচ্ছ প্রাণীর জন্য উদ্বিগ্ন না হওয়া

সঠিক উত্তর

অতিথির স্মৃতি: ১.গ ২.গ ৩.ক ৪.ক ৫.ঘ ৬.খ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা