সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ২ : ‘কত দিকে কত কারিগর’ - আঞ্চলিক ভাষা
সপ্তম শ্রেণির পড়াশোনা
আঞ্চলিক ভাষা
‘কত দিকে কত কারিগর’ গল্পে পালমশাইয়ের কথায় আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। পালমশাইয়ের মুখের আঞ্চলিক বাক্যগুলো লেখো এবং সেগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো।
নমুনা উত্তর:
আঞ্চলিক বাক্য: ক্যান, কী হইছে?
প্রমিত রূপ: কেন, কী হয়েছে?
আঞ্চলিক বাক্য: নজর না রাখলে কাম সারা।
প্রমিত রূপ: নজর না রাখলে কাজ শেষ।
আঞ্চলিক বাক্য: দ্যাখলেন না?
প্রমিত রূপ: দেখলেন না?
আঞ্চলিক বাক্য: চান্দ সওদাগরের মুকুটটা যে ছাঁচে ওঠে নাই, ব্যাটার খেয়াল নাই।
প্রমিত রূপ: চাঁদ সওদাগরের মুকুটটা যে ছাঁচে ওঠেনি, লোকটার তা খেয়াল নেই।
আঞ্চলিক বাক্য: রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখাইয়া দিতে অয়?
প্রমিত রূপ: রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখিয়ে দিতে হয়?
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা