অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র |দুই বিঘা জমি : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

দুই বিঘা জমি

২১. ‘বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা’ —এখানে ‘শান্ত হইল ব্যথা’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. ব্যথা সৃষ্টি হলো খ. ব্যথা বেশি হলো

গ. ব্যথা দূর হলো ঘ. মালী ব্যথা দিল

২২. উপেন জন্মভূমিকে ‘নিলাজ কুলটা ভূমি’ বলে ধিক্কার দিয়েছে কেন?

ক. যখন যার তখন তার হয় বলে

খ. দরিদ্র মাতা ছিল বলে

গ. আঁচল ভরে রাখত বলে

ঘ. সেদিনের চিহ্ন নেই তাই

২৩. ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’—এখানে ‘সাধু’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. ভূস্বামী খ. উপেন

গ. মালী ঘ. পারিষদ

২৪. দুই বিঘা জমির মাটিকে ‘সোনার বাড়া’ বলার কারণ কী?

ক. মরিবার মতো ঠাঁই

খ. সপ্তপুরুষের বাস

গ. মিথ্যা দেনার খত

ঘ. বিলাস বেশ ধরায়

২৫. ‘তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন’—এখানে ‘রাক্ষসী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. সুখহীন খ. গৃহহারা

গ. দানবী ঘ. দয়ালু

২৬. ‘সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে’—এখানে ‘সন্ন্যাসী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. গৃহ বিবাগী খ. গৃহ আসক্ত

গ. গৃহ লুটেরা ঘ. গৃহবন্দী

২৭. উপেনের প্রাণ ‘মা’ বলার জন্যে আনচান করে কেন?

ক. বাল্যকালে মা মারা যাওয়ায়

খ. মাতৃভূমি থেকে উচ্ছেদ হওয়ায়

গ. দীর্ঘদিন প্রিয়জনের মুখ না দেখায়

ঘ. সাধুর শিষ্য হওয়ায়

২৮. ‘বিদীর্ণ-হিয়া ফিরিয়া ফিরিয়া চারি দিকে চেয়ে দেখি’ —এখানে ‘বিদীর্ণ’ হিয়া’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. ভাঙা মন খ. প্রফুল্ল মন

গ. ছন্নছাড়া মন ঘ. উদাসী মন

২৯. ‘আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে’—এখানে ‘মৌনভাব’ কথাটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. মৌনতা সম্মতির লক্ষণ

খ. রাজার নির্মমতা

গ. উপেনের পাষণ্ডতা

ঘ. পারিষদের নিষ্ঠুরতা

৩০. ‘ভূস্বামী’ শব্দের অর্থ কী?

ক. জমিদার খ. কৃষক

গ. মাঝি ঘ. চাষী

সঠিক উত্তর

দুই বিঘা জমি: ২১.গ ২২.ক ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.ক ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা