মিনু
২১. কয়লাগুলো ভেঙে মিনুর তৃপ্তি লাগে কেন?
ক. কয়লা সহজে ভাঙে না বলে
খ. কয়লার আগুন জ্বলে বলে
গ. কয়লাগুলো ওর শত্রু বলে
ঘ. কয়লাগুলো ওর বন্ধু বলে
২২. শুকতারা কার চোখে নিশাবসানের আলোক দূত?
ক. বৈজ্ঞানিকের খ. কবির
গ. পিসিমার ঘ. মিনুর
২৩. শুকতারার আশপাশে কালো মেঘের টুকরোকে মিনুর কী মনে হয়?
ক. উনুন খ. কয়লা
গ. মেঘদূত ঘ. অশুভ ছায়া
২৪. মিনু হাতুড়িটার কী নাম দিয়েছে?
ক. গপগপা খ. গদাই
গ. রাক্ষসী ঘ. শানু
২৫. মিনু গল্পের শানু কিসের নাম?
ক. হাতুড়ির নাম
খ. কয়লা ভাঙার পাথরের নাম
গ. মিনুর সইয়ের নাম
ঘ. একটি মেয়ের নাম
২৬. মিনুর কাছে কাকে রাক্ষুসী মনে হয়?
ক. মিটসেফকে
খ. উনুনকে
গ. বোলতা ভিমরুলকে
ঘ. কয়লাকে
২৭. কোনটিতে মিনুর অখণ্ড মনোযোগ?
ক. ছবি আঁকায় খ. বাসার কাজকর্মে
গ. সেলাইয়ে ঘ. পড়ালেখায়
২৮. মিনু কী দেখে ভাবে সইয়ের উনুনে চমত্কার আঁচ হয়েছে?
ক. সাঁজের লাল আকাশ দেখে
খ. উষার লাল আভা দেখে
গ. আগুনের লাল আভা দেখে
ঘ. জ্বলন্ত কয়লা দেখে
২৯. মেঘলা আকাশ দেখে মিনু কী ভাবে?
ক. সইয়ের মন খারাপ
খ. বিপদের পূর্বাভাস
গ. বৃষ্টি হতে পারে
ঘ. সই ছাই পরিষ্কার করেনি
৩০. মিনুর অভিনব জগতে কারা আছে?
ক. সব আত্মীয়স্বজন
খ. শত্রু-মিত্র সবাই
গ. শুধু বন্ধুরা
ঘ. শুধু শত্রুরা
সঠিক উত্তর
মিনু: ২১.গ ২২.খ ২৩.খ ২৪.খ ২৫.খ ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.ঘ ৩০.খ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা