অষ্টম শ্রেণি – বাংলা | সুখী মানুষ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

সুখী মানুষ

১১. মোড়লের চাকর রহমত আলীর চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ক. বিশ্বাসী

খ. অবিশ্বাসী

গ. পরশ্রীকাতর

ঘ. অনুগত

১২. সোহেল অসৎ উপায়ে অর্থ উপার্জন করে বলে সব সময় পুলিশের ভয়ে ভয়ে রাত কাটায়, উদ্দীপকের সঙ্গে সামঞ্জস্য রয়েছে তোমার পাঠ্য রচনার কোন চরিত্রে?

ক. মোড়লের খ. সুখী মানুষের

গ. অতিথির ঘ. হাসুর

১৩. ‘সুখী মানুষের ফতুয়া সংগ্রহ করতে হবে আজ রাত্রির মধ্যেই’– বাক্যটিতে নাট্যকার মমতাজউদ্​দীন আহমদ রাত্রিকে কী হিসেবে দেখিয়েছেন?

ক. সম্ভাব্য শেষ সময়

খ. রোগের সংক্রমণ থেকে মুক্তি

গ. মোড়লের চিকিত্সা নিরাময় অযোগ্য

ঘ. চোরের দশ দিন আর গৃহস্থের এক দিন

১৪. ‘আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশাহ’ বাক্যটিতে কী ফুটে উঠেছে?

ক. পাগলের প্রলাপ

খ. সুখ আপেক্ষিক বিষয়

গ. সম্পদহীনতাই মানুষকে সুখী করে

ঘ. সুখ নামক অধীশ্বরের প্রলাপ

১৫. ‘সুখী মানুষ’ নাটিকায় অত্যাচারী চরিত্র হিসেবে কাকে চিহ্নিত করা যায়?

ক. হাসু খ. রহমত

গ. কবিরাজ ঘ. মোড়ল

১৬. মোড়ল চরিত্রে কী প্রকাশ পেয়েছে?

ক. লোভ খ. সততা

গ. পরোপকারিতা ঘ. দয়া

১৭. রহমত চরিত্রে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?

ক. মুনিবভক্ত খ. লোভী

গ. স্বার্থপর ঘ. পরোপকারী

১৮. ‘সুখী মানুষ’ নাটিকাটির শিক্ষণীয় বিষয় কী?

ক. সম্পদের পাহাড় তৈরির লোভ সংবরণ করা

খ. অর্থসম্পদ উপার্জন করতে হবে ন্যায়ের পথে

গ. সম্পদ ছেড়ে সবাই বনে বসবাস করা

ঘ. মোড়লের মতো লোকদের বিরুদ্ধে আন্দোলন করা

১৯. অতিরিক্ত সম্পদের মোহ মানুষের—

i. মনে অশান্তি সৃষ্টি করে

ii. বিবেক ধ্বংস করে দেয়

iii. কুপথে চালিত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২০. নাট্যকার মমতাজউদ্​দীন আহমদ ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়ল চরিত্রটিকে অঙ্কন করেছেন—

i. শোষক হিসেবে

ii. অসৎ লোক হিসেবে

iii. নীতিবিবর্জিত হিসেবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

সুখী মানুষ: ১১.ক ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.ঘ ২০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা