অধ্যায় ২
৩১. ভাউচার হিসাবভুক্ত করার সময় কে এতে স্বাক্ষর করেন?
ক. ব্যবস্থাপক খ. ক্যাশিয়ার
গ. হিসাবরক্ষক ঘ. বিক্রয়কর্মী
৩২. ভাউচার সাধারণত কে প্রস্তুত করেন?
ক. ব্যবস্থাপক খ. মালিক
গ. হিসাবরক্ষক ঘ. ক্যাশিয়ার
৩৩. ক্যাশবুকের ক্রেডিট দিকে কোনটি লেখা হয়?
ক. ডেবিট ভাউচার
খ. ক্রেডিট ভাউচার
গ. ডেবিট নোট
ঘ. ক্রেডিট নোট
৩৪. ক্রেডিট নোটের মাধ্যমে কার হিসাবকে ক্রেডিট করা হয়?
ক. ক্রেতার খ. পাওনাদারের
গ. বিক্রেতার ঘ. সরবরাহকারীর
৩৫. বেতন প্রদানের প্রামাণ্য দলিল কোনটি?
ক. প্রদেয় বিল
খ. বেতন প্রদান রশিদ
গ. ক্রেডিট ভাউচার
ঘ. ডেবিট ভাউচার
৩৬. ক্রেডিট নোট কে প্রস্তুত করেন?
ক. হিসাবরক্ষক খ. ক্যাশিয়ার
গ. বিক্রেতা ঘ. ক্রেতা
৩৭. ক্রেডিট নোট কী?
ক. ক্রয় ফেরত–সংক্রান্ত নোট বা চিঠি
খ. ক্রয়–সংক্রান্ত নোট বা চিঠি
গ. বিক্রয়–সংক্রান্ত নোট বা চিঠি
ঘ. বিক্রয় ফেরত–সংক্রান্ত নোট বা চিঠি
৩৮. ক্রেডিট নোট কার নিকট প্রেরণ করা হয়?
ক. ক্রেতার খ. বিক্রেতার
গ. ক্যাশিয়ারের ঘ. হিসাবরক্ষকের
৩৯. ক্রেডিট নোটের সাহায্যে নিচের কোনটি লেখা হয়?
ক. ক্রয় ফেরত জাবেদা
খ. ক্রয় জাবেদা
গ. বিক্রয় ফেরত জাবেদা
ঘ. বিক্রয় জাবেদা
৪০. লেনদেন–সংক্রান্ত ঘটনা?
i. সর্বদা দৃশ্যমান
ii. দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে
iii. কখনোই দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩১.গ ৩২.ঘ ৩৩.ক ৩৪.ক ৩৫.ঘ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.গ ৪০.ক
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা