দশম শ্রেণি - বাংলা ২য় পত্র | ভাষা : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

ভাষা

১১. বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন?

ক. প্রাচীন যুগে

খ. মধ্যযুগে

গ. আধুনিক যুগে

ঘ. ইংরেজদের আগমনের পর

১২. ‘গুরুচণ্ডালী দোষ’ কাকে বলে?

ক. সাধু ও চলিত রীতির মিশ্রণকে

খ. চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে

গ. সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে

ঘ. চলিত ও উপভাষার মিশ্রণকে

১৩. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?

ক. বিশেষ্য ও বিশেষণ

খ. ক্রিয়া ও সর্বনাম

গ. বিশেষ্য ও ক্রিয়া

ঘ. বিশেষণ ও ক্রিয়া

১৪. বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে?

ক. প্যারীচাঁদ মিত্র

খ. গিরীশচন্দ্র সেন

গ. প্রমথ চৌধুরী

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১৫. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?

ক. গুরুগম্ভীর খ. গুরুচণ্ডালী

গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য

১৬. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?

ক. আভিজাত্যপূর্ণ

খ. পদবিন্যাস সুনির্দিষ্ট

গ. কৃত্রিমতাবর্জিত

ঘ. কাঠামো অপরিবর্তনীয়

১৭. আঞ্চলিক ভাষার অপর নাম কী?

ক. কথ্যভাষা খ. উপভাষা

গ. সাধুভাষা ঘ. চলিত ভাষা

১৮. ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?

ক. সাধু ভাষা খ. চলিত ভাষা

গ. উপভাষা ঘ. মৌলিক ভাষা

১৯. প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?

ক. ৪ খ. ৫

গ. ৬ ঘ. ১০

২০. তদ্ভব কোন ধরনের শব্দ?

ক. পারিভাষিক খ. সংস্কৃত

গ. হিন্দি ঘ. আঞ্চলিক

সঠিক উত্তর

ভাষা: ১১.ঘ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.ক ২০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)