সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | বুদ্ধিবৃত্তিক সম্পদের উদাহরণ (৩)

সপ্তম শ্রেণির পড়াশোনা

বুদ্ধিবৃত্তিক সম্পদের উদাহরণ

∎ একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করল। কিন্তু অন্য আরও একটি কোম্পানি সেই একই কোমল পানীয়র নামে বাজারে পণ্য বিক্রি শুরু করল। তখন যে কোম্পানি এই ফর্মুলা কিনে নিয়েছিল, তারা আদালতের দ্বারস্থ হলো।

সিদ্ধান্ত: বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানির ফর্মুলাটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। তারা বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়। আর অন্য একটি কোম্পানি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়নি। তাই বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানির আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল।

∎রায়হান ভ্রমণবিষয়ক বই লিখেছে নিজের বিভিন্ন পরিদর্শন করা স্থানের অভিজ্ঞতা নিয়ে। রায়হান একটি প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেধাস্বত্ব পাওয়ার শর্তে বইটি প্রকাশের অনুমতি দিয়েছে। এ বছর বইমেলায় বইটি প্রকাশ করেছে এবং বইটি পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে।

সিদ্ধান্ত: রায়হানের ভ্রমণবিষয়ক বইটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। এটি বাণিজ্যিক কাজে চুক্তিবদ্ধ হওয়ায় রায়হান লাভবান হবেন।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা