ষষ্ঠ শ্রেণির নতুন বই - বিজ্ঞান | শিখন অভিজ্ঞতা ৩ - প্রশ্নোত্তর (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ৩

১১. প্রশ্ন: ফ্লোয়েম টিস্যু কোন কাজটি করে?

উত্তর: ফ্লোয়েম টিস্যু পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের মূলসহ বিভিন্ন অঙ্গে পরিবহন করে।

১২. প্রশ্ন: কোন উদ্ভিদ কাণ্ডে পানি সঞ্চয় করে রাখে?

উত্তর: কাঁটাযুক্ত ক্যাকটাস ও মরুভূমির বিভিন্ন উদ্ভিদ।

১৩. প্রশ্ন: পাতা কী?

উত্তর: উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখার পর্ব থেকে সবুজ, চ্যাপটা ও প্রসারিত অঙ্গ হলো পাতা।

১৪. প্রশ্ন: পাতার বাইরের আবরণকে কী বলে?

উত্তর: ত্বকীয় বহিঃস্তর বা এপিডার্মিস।

১৫. প্রশ্ন: এপিডার্মিস থেকে নির্গত মোম জাতীয় পদার্থের নাম কী?

উত্তর: কিউটিকল।

আরও পড়ুন

১৬. প্রশ্ন: কোন উদ্ভিদের পাতা যৌগিক পত্র?

উত্তর: গোলাপ, নিম, শজনে, তেঁতুল ইত্যাদি উদ্ভিদের পাতা যৌগিক পত্র।

১৭. প্রশ্ন: উদ্ভিদের কোন অংশে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?

উত্তর: পাতা।

১৮. প্রশ্ন: পরিবেশকে দূষণমুক্ত রাখে কোন প্রক্রিয়া?

উত্তর: সালোকসংশ্লেষণ।

১৯. প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তির রূপান্তর কী রূপ?

উত্তর: সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটে।

২০. প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ উপজাত কী?

উত্তর: অক্সিজেন।

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন