জীববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায়–২

৯৭. কোনটি ঘাসফড়িংয়ের স্পাইরাকলকে পরিবেষ্টন করে রাখে?

ক. টিনিডিয়া খ. ইন্টিমা

গ. অপারকুলাম ঘ. পেরিট্রিম

৯৮. রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধমনি রক্ত সরবরাহ করে?

ক. প্যারাইটাল খ. রেনাল

গ. ইলিয়াক ঘ. সাবক্ল্যাভিয়ান

৯৯. ঘাসফড়িংয়ের ওপর কতটি খণ্ডক রয়েছে?

ক. ১১টি খ. ১২টি

গ. ১৩টি ঘ. ১৬টি

১০০. ভেনাস হার্ট কোন প্রাণীতে পাওয়া যায়?

ক. ব্যাঙ খ. মাছ

গ. কুমির ঘ. পাখি

১০১. রুই মাছের প্রতিটি বক্ষ পাখনায় রশ্মির সংখ্যা কতটি?

ক. ১১–১২টি খ. ১৩–১৪টি

গ. ১৫–১৬টি ঘ. ১৭–১৮টি

১০২. রুই মাছের জোড় পাখনা কোনটি?

ক. বক্ষ পাখনা খ. পৃষ্ঠ পাখনা

গ. পায়ু পাখনা ঘ. পুচ্ছ পাখনা

১০৩. বায়ুথলির ‘নিউম্যাটিক নালি’ কোথায় যুক্ত থাকে?

ক. অন্ননালির সঙ্গে

খ. অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সঙ্গে

গ. হৃৎপিণ্ডের পৃষ্ঠীয় অঞ্চলের সঙ্গে

ঘ. হৃৎপিণ্ডের অঙ্কীয় অঞ্চলে

১০৪. ওমাটিডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়?

ক. কর্নিয়া খ. ক্রিস্টালাইন কোণ

গ. রেটিনুলার কোষ ঘ. র৵াবডোম

১০৫. নিচের কোন প্রাণীটি পঙ্গপালভুক্ত?

ক. প্রজাপতি খ. মৌমাছি

গ. ফড়িং ঘ. ঘাসফড়িং

১০৬. রুই মাছের চলাচলে সাহায্যকারী প্রধান পাখনা কোনটি?

ক. বক্ষ পাখনা খ. শ্রোণি পাখনা

গ. পুচ্ছ পাখনা ঘ. পায়ু পাখনা

১০৭. নিচের কোনটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে?

ক. ক্রিস্টালাইন কোণ খ. ক্রিস্টালাইন কোণ কোষ

গ. র৵াবডোম ঘ. কর্নিয়াজেন কোষ

সঠিক উত্তর

অধ্যায়–২: ৯৭.ঘ ৯৮.ঘ ৯৯.ক ১০০.খ ১০১.ঘ ১০২.ক ১০৩.ক ১০৪.ঘ ১০৫.ঘ ১০৬.গ ১০৭.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা