ইসলাম ও নৈতিক শিক্ষা - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১. আখলাকে হামিদাহ শব্দের অর্থ কী?

ক. অনুসরণীয় খ. নিন্দনীয়

গ. প্রশংসনীয় চরিত্র ঘ. মার্জিত

২. মানবজীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ কী?

ক. তাকওয়া খ. ইহসান

গ. আখলাক ঘ. আদল

৩. ‘নিশ্চয়ই আপনি মহানবি (সা.) সুমহান চরিত্রের ধারক।’ আয়াতটি কোন সুরা থেকে নেওয়া হয়েছে?

ক. আত-তাওবা খ. আল-কালাম

গ. আল-বুরুজ ঘ. আল–কদর

৪. তাকওয়া শব্দের অর্থ কী?

ক. বিরত থাকা খ. মনোযোগ দেওয়া

গ. নীরব থাকা ঘ. আত্মনিয়োগ করা

৫. আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে?

ক. সচ্চরিত্রবান খ. সত্যবাদী

গ. আমানত রক্ষাকারী ঘ. মুত্তাকি

৬. আল্লাহ তায়ালার নিকট অধিক সম্মানিত হওয়ার জন্য করণীয় কী?

ক. সত্যবাদিতা রক্ষা

খ. আমানত রক্ষা

গ. আল্লাহ তায়ালার জিকির করা

ঘ. তাকওয়া অবলম্বন করা

৭. ইসলামে নৈতিকতার মূল ভিত্তি কী?

ক. আখলাক খ. সত্যবাদিতা

গ. আদল ঘ. তাকওয়া

৮. যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার কী নেই?

ক. দ্বীন খ. ইমান

গ. চরিত্র ঘ. আমানত

৯. সুরা আত-তাওবায় আল্লাহ তায়ালা কাদের সঙ্গী হতে বলেছেন?

ক. সত্যবাদীদের খ. মুমিনদের

গ. মুত্তাকিদের ঘ. সচ্চরিত্রবানদের

১০. সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা কী ডেকে আনে?

ক. শান্তি খ. ধ্বংস

গ. ক্ষতি ঘ. অমঙ্গল

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.গ ২.গ ৩.খ ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.ক ১০.খ

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা