বাংলাদেশিদের জন্য কোরিয়া সরকারের বৃত্তি

আবেদন শুরু: ২ মার্চ ২০২৩, সকাল ১০টা

আবেদন শেষ: ৮ মার্চ ২০২৩, বিকাল ৫টা

কোরিয়ার Seoul National University (SNU) বিদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৩ অর্থবছরে বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

  • বৃত্তির জন্য প্রাথমিক আবেদন করতে হবে অনলাইনে এই ঠিকানায় en.snu.ac.kr/admission

  • আবেদন ফরম, ব্যক্তিগত তথ্যাবলি এবং স্টাডি প্ল্যানের ফরম পাবেন নিচে সংযুক্ত পিডিএফ ফাইলে (পিডিএফ ফাইলটি খুঁজে না পেলে, এই পোস্ট ব্রাউজারে ওপেন করুন)

  • oia.snu.ac.kr এই লিংকেও পাবেন প্রয়োজনীয় ফরমগুলো।

কোরিয়া সরকারের বৃত্তি ২০২৩.pdf
১ / ১৫

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু: ২ মার্চ ২০২৩, সকাল ১০টা

আবেদন শেষ: ৮ মার্চ ২০২৩, বিকেল ৫টা

ডকুমেন্ট সাবমিশন: ২ থেকে ৩১ মার্চ ২০২৩

প্রাথমিক বাছাইয়ের ফলাফল ঘোষণার তারিখ:  ২৩ জুন ২০২৩, বিকেল ৫টা

সাক্ষাৎকার: জুলাই ২০২৩

চূড়ান্ত ফলাফল: জুলাই ২০২৩

*(সকল তারিখ এবং সময় কোরিয়ান স্ট্যান্ডার্ড সময়ে)

যোগ্যতা:

  1. বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য হতে হবে

  2. স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তবে পিএইচডি ডিগ্রি থাকলে চলবে না

  3. সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ফল ২০২৩ সেমিস্টারে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে

    *আরও বিস্তারিত জানার জন্য ওপরে সংযুক্ত পিডিএফ ফাইলটি দেখুন

বৃত্তির আওতায় যা যা থাকবে:

  1. ৬ সেমিস্টারের পুরো টিউশন ফি

  2. প্রতি মাসে প্রায় ১,২২,০০০ থেকে ১,৬২,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড। ৩-৪ বছরের জন্য প্রতি মাসে দেওয়া হবে এই টাকা

  3. কোরিয়া থেকে নিজ দেশে আসা-যাওয়ার রাউন্ড ট্রিপ বিমান টিকিট

  4. কোরিয়ান ভাষা শিক্ষার প্রশিক্ষণ

  5. স্বাস্থ্য বিমা

  6. চাইল্ড কেয়ার সাপোর্ট (অবস্থা অনুযায়ী)

আরও পড়ুন