দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১৩১-১৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১৩১. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?

ক. ফ্রিল্যান্সার

খ. আউটসোর্সার

গ. আউটসোর্সিং

ঘ. আউটগোয়িং

১৩২. ডিজিট শব্দের অর্থ—

i. সংখ্যা

ii. অঙ্ক

iii. চিত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৩. ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কোনটি?

ক. www.facebookin.com

খ. www.facebook.info

গ. www.facebook.com

ঘ. www.facebook.edu

১৩৪. ব্যাংকে প্রযুক্তি ব্যবহার করা হয় —

i. অর্থ লেনদেনে

ii. চেক বই প্রদানে

iii. তথ্য সংরক্ষণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৫. ফেসবুক কত সালে চালু হয়?

ক. ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি

খ. ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি

গ. ২০০৬ সালের ৪ ফেব্রুয়ারি

ঘ. ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি

১৩৬. ফেসবুক ও টুইটার কী ধরনের সাইট?

ক. সামাজিক

খ. ভিডিও

গ. ব্রাউজিং

ঘ. অ্যাপ্লিকেশন সাইট

১৩৭. কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম?

ক. Twitter খ. Yahoo

গ. Google ঘ. Amazon

১৩৮. টুইটারের ওয়েব অ্যাড্রেস কোনটি?

ক. www.twitter.net

খ. www.twitter.org

গ. www.twittter.gov

ঘ. www.twitter.com

১৩৯. কোনটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট?

ক. ই-মেইল খ. স্কাইপি

গ. টুইটার ঘ. ফেসবুক

১৪০. বর্তমানে পরীক্ষার ফল খুব সহজে জানা যায়—

i. মুঠোফোনে ii. টিভিতে

iii. ইন্টারনেটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৩১.গ ১৩২.ক ১৩৩.গ ১৩৪.ঘ ১৩৫.ক ১৩৬.ক ১৩৭.ক ১৩৮.ঘ ১৩৯.গ ১৪০.খ

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা