অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৫
১. একজন মানুষের সামাজিকীরণের প্রথম ও প্রধান বাহন কোনটি?
ক. বন্ধুবান্ধব খ. মা-বাবা
গ. পরিবার ঘ. সমাজ
২. কোনটি মানুষের বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ জাগিয়ে তুলে সহনশীল হতে শেখায়?
ক. পরিবার খ. সমাজ
গ. রাষ্ট্র ঘ. সংগঠন
৩. একজন যদি অন্যজনের কাজ, আচরণ হুবহু নকল করে তাকে কী বলে?
ক. অনুসরণ খ. অনুকরণ
গ. অভিভাবন ঘ. প্রভাবক
৪. অভিভাবন কী?
ক. একধরনের পাঠ
খ. একধরনের যোগাযোগমাধ্যম
গ. একধরনের সামাজিকীকরণ
ঘ. একধরনের অংশগ্রহণ
৫. বাংলাদেশের শতকরা কত ভাগ লোক গ্রামে বাস করে?
ক. ৬৫ খ. ৭৫
গ. ৮৫ ঘ. ৯০
৬. শহরের অধিকাংশ শিশু কোন পরিবারে বেড়ে ওঠে?
ক. একক খ. যৌথ
গ. মিশ্র ঘ. মাতৃতান্ত্রিক
৭. শহরের অধিকাংশ মানুষ কিসে সুখী?
ক. পরিবেশ খ. আর্থিক
গ. উন্নয়ন ঘ. শিক্ষা
৮. শহরের মানুষের মধ্যে কোনটি সামাজিকীকরণে শক্তিশালী ভূমিকা রাখে?
ক. বইপত্র খ. গণমাধ্যম
গ. পরিবার ঘ. বিদ্যালয়
৯. বর্তমানে জীবনযাপনে শিক্ষা-সংস্কৃতি ক্ষেত্রে কিসের প্রভাব দেখা যায়?
ক. সমাজের
খ. বিশ্বায়নের
গ. চিন্তাচেতনার
ঘ. পরিবর্তনের
১০. বিশ্বায়নের ফলে সারা বিশ্ব এখন কিসে রূপান্তরিত হয়েছে?
ক. অর্থনৈতিক উন্নয়নে
খ. বিশ্বপল্লিতে
গ. সাংস্কৃতিক উন্নয়নে
ঘ. উন্নত পৃথিবীতে
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.গ ২.ঘ. ৩.খ ৪.খ ৫.গ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.খ ১০.খ
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা