ক্যাডেট কলেজে ভর্তি - বাংলা (৫)
২০২২ সালে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা: ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
পরীক্ষার বিষয় ও নম্বর: গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০, এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।
বাক্যতত্ত্ব
১. প্রশ্ন: নিচের বাক্যগুলো কোন ধরনের তা লেখো।
ক. লোকটার কী সাহস!
উত্তর: বিস্ময়বোধক বাক্য
খ. আল্লাহ তোমার মঙ্গল করুন।
উত্তর: অনুজ্ঞাবাচক বাক্য
গ. আকাশ বর্ণহীন মেঘে ভরা।
উত্তর: বিবৃতিমূলক বাক্য
ঘ. পিয়াল সিনেমা দেখতে পছন্দ করে না।
উত্তর: না–বোধক বাক্য
ঙ. সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।
উত্তর: অনুজ্ঞাবাচক বাক্য
চ. সে কি যাবে?
উত্তর: জিজ্ঞাসাবোধক বাক্য
ছ. সীমা গান গায়।
উত্তর: হাঁ–বোধক বাক্য
জ. ‘কাল আসতে ভুল করবে না কিন্তু’—এটি কী ধরনের বাক্য?
উত্তর: অনুজ্ঞাবাচক বাক্য
ঝ. ‘বাংলাদেশ চিরজীবী হোক’—এটি কী ধরনের বাক্য?
উত্তর: অনুজ্ঞাবাচক বাক্য
ঞ. আপনি চা খাবেন কি?
উত্তর: জিজ্ঞাসাবোধক বাক্য
সংক্ষিপ্ত প্রশ্ন :
২. প্রশ্ন: যে কাজ করে তাকে কী বলে?
উত্তর: কর্তা
৩. প্রশ্ন: বাক্যের শব্দকে কী বলে?
উত্তর: পদ
৪. প্রশ্ন: যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয় তাকে কী বলে?
উত্তর: অনুজ্ঞাবাচক বাক্য
৫. প্রশ্ন: জবাব পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ করে যে বাক্য বলা হয় তাকে কী বলে?
উত্তর: জিজ্ঞাসাবোধক বাক্য
৬. প্রশ্ন: যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় তাকে কী বলে?
উত্তর: বিস্ময়বোধক বাক্য
৭. প্রশ্ন: যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কী বলে?
উত্তর: অনুজ্ঞাবাচক বাক্য
৮. প্রশ্ন: যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে কী বলে?
উত্তর: বাক্য
৯. প্রশ্ন: বাক্যের একক কী?
উত্তর: শব্দ
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা