অষ্টম শ্রেণি – বাংলা | ব্যাকরণ - ধ্বনি ও বর্ণ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

ধ্বনি ও বর্ণ

২১. বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি?

ক. ১০টি খ. ১১টি

গ. ৭টি ঘ. ২৯টি

২২. প, ফ, ব, ভ, ম— উচ্চারণস্থান অনুসারে এই ধ্বনিগুলোর নাম কী?

ক. ওষ্ঠ্য বর্ণ খ. কণ্ঠ্য বর্ণ

গ. মূর্ধন্য বর্ণ ঘ. দন্ত্ম্য বর্ণ

২৩. নিচের কোন শব্দটিতে ব-ফলা যুক্ত হয়েছে?

ক. পদ্মা খ. চিহ্ন

গ. ব্যাংক ঘ. বিশ্ব

২৪. এ-এর স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোনটিতে?

ক. এক খ. একটি

গ. খেলা ঘ. কেন

২৫. উত্ উপসর্গের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ— কী হয়?

ক. বিলীন হয় খ. নিশ্চিহ্ন হয়

গ. বহাল থাকে ঘ. দ্বিত্ব হয়

২৬. বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

২৭. এ, ঐ-ধ্বনির উচ্চারণ স্থান—

ক. কণ্ঠ ও তালু খ. কণ্ঠ ও ওষ্ঠ

গ. দন্ত ঘ. কণ্ঠ ও জিহ্বামূল

২৮. আ-এর সংবৃত উচ্চারণ রয়েছে কোন শব্দটিতে?

ক. আগামী খ. জ্ঞান

গ. আলো ঘ. আকাশ

২৯. ‘বাগ্মী’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

ক. বাগ্​মি খ. বাগ্​মী

গ. বাগ্​নি ঘ. বাগনী

৩০. নিচের কোন শব্দটিতে জ্ঞ-এর উচ্চারণ স্বতন্ত্র?

ক. অঞ্চল খ. বাঞ্ছা

গ. মিঞা ঘ. যজ্ঞ

সঠিক উত্তর

ধ্বনি ও বর্ণ: ২১.খ ২২.ক ২৩.ঘ ২৪.খ ২৫.গ ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.ক ৩০.গ

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক , আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা