বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

১. প্রশ্ন: নারী নির্যাতনের দুটি কারণ উল্লেখ করো।

উত্তর: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বিভিন্ন ধরনের নারী নির্যাতন সম্পর্কে জানা যায়। নারী নির্যাতনের দুটি কারণ হলো—

ক. যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা।

খ. ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া।

২. প্রশ্ন: নারী নির্যাতনের দুটি কুফল উল্লেখ করো।

উত্তর: সমাজে নারী নির্যাতনের প্রভাব অনেক ক্ষতিকর। যেমন—

ক. নারী নির্যাতন হলে নির্যাতিত নারীর শারীরিক ও মানসিক ক্ষতি হয়।

খ. যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হয়, সেসব পরিবারের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা পায়।

৩. প্রশ্ন: বেগম রোকেয়া সম্পর্কে তিনটি বাক্য লেখো।

উত্তর: ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া।

বেগম রোকেয়া সম্পর্কে তিনটি বাক্য নিচে দেওয়া হলো—

ক. নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন।

খ. তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন। ১৯০৯ সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়।

গ. ১৯৩২ সালের ৯ ডিসেম্বর এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন। তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন।

৪. প্রশ্ন: নারী নির্যাতনের দুটো কারণ লেখো।

উত্তর: নারী নির্যাতনের দুটো কারণ হলো—

ক. যৌতুক।

খ. নারীদের সামাজিক নিম্ন মর্যাদা।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা