এইচএসসির খাতায় প্রশ্ন বুঝে উত্তর লেখো

এইচএসসি পরীক্ষা ২০২৩ : বিশেষ পরামর্শ

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র 

মো. মাজেদুল হক খান

প্রিয় পরীক্ষার্থী, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র খুব গুরুত্বপূর্ণ বিষয়। রচনামূলক অংশে ১১টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে ৭টি। বহুনির্বাচনিতে প্রশ্ন থাকবে ৩০টি, উত্তর করতে হবে সব কটির। তোমরা প্রথমে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেবে। বহুনির্বাচনি অংশে ভালো নম্বর পেতে অধ্যায়ভিত্তিক মৌলিক বিষয়গুলো ভালোভাবে পড়বে। 

সৃজনশীল অংশে ভালো করার জন্য সময় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই ২১–২২ মিনিট সময়ের মধ্যে শেষ করবে। 

খ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সর্বোচ্চ ৮–১০টি বাক্যের মধ্যে লিখতে পারলে ভালো। তারপর গ ও ঘ অংশে যে প্রশ্ন চাওয়া হয়েছে, তা উদ্দীপক অনুযায়ী লিখতে হবে। এ ক্ষেত্রে গ অংশে প্রথম অনুচ্ছেদে প্রশ্নের জ্ঞান অংশ চিহ্নিতকরণ, তারপর দ্বিতীয় অনুচ্ছেদে এর ব্যাখ্যাকরণ এবং তৃতীয় অনুচ্ছেদে উদ্দীপকের প্রয়োগমূলক অংশের কারণ উপস্থাপন করতে হবে। 

ঘ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একই উপায়ে জ্ঞানমূলক অংশ চিহ্নিতকরণ, তারপর এর ব্যাখ্যা, উদ্দীপক অনুযায়ী যুক্তি–তর্ক, বিচার–বিশ্লেষণ ও মতামত তুলে ধরতে হবে।

অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়: সামাজিক ব্যবসায়, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, ব্যবসায় পরিবেশ, একমালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, শেয়ারের প্রকারভেদ, ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ের ওপর জোর দেবে। 

আরও পড়ুন