নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ ২৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১-৯)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ২৮

১. ‘লোকে কিনা বলে’—বাক্যের ‘লোক’ শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?

ক. -এ খ. -তে

গ. -যে ঘ. -রে

২. সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়?

ক. -কে, -রে খ. -র, -এর

গ. -এ, -তে ঘ. -এ, -য়ের

৩. শব্দের শেষে দ্বিস্বর থাকলে -এ বিভক্তির রূপভেদ হয় কোনটি?

ক. -এ খ. -তে

গ. -য়ে ঘ. -রে

৪. বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়?

ক. -র খ. -এ

গ. -কে ঘ. -তে

৫. বাক্যের মধ্যে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে যুক্ত অর্থহীন লগ্নকগুলোকে কী বলে?

ক. বচন খ. নির্দেশক

গ. লিঙ্গ ঘ. বিভক্তি

৬. বিভক্তিগুলোকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৭. যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়?

ক. -তে খ. -কে

গ. -এ ঘ. -রে

৮. শব্দের শেষে দ্বিস্বর থাকলে কোন বিভক্তি হয়?

ক. -য়ের খ. –এ

গ. -র ঘ. –য়ে

৯. সাধারণত আ-কারান্ত ই/ঈ-কারান্ত ও উ/ঊ-কারান্ত শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হয়?

ক. -য়ে খ. -এ

গ. -এর ঘ. -র

সঠিক উত্তর

পরিচ্ছদ ২৮: ১.ক ২.গ ৩.গ ৪.ক ৫.ঘ ৬.খ ৭.গ ৮.ক ৯.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা