অধ্যায় ২
৪১. প্রতিটি লেনদেনের ফলে সৃষ্টি হয়?
i. দুটি একমুখী ফলাফল
ii. দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল
iii. দুটি বিপরীতমুখী ও ফলাফল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. অর্থের দ্বারা পরিমাপযোগ্য হওয়া সত্ত্বেও কোনো ঘটনা লেনদেন না হওয়ার কারণ?
i. ঘটনাটি দৃশ্যমান না হলে
ii. দুটি পক্ষ বা হিসাব খাত না থাকলে
iii. ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন না হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. পাওনাদারকে ৮০০ টাকা পরিশোধ করা হলো। এটি একটি লেনদেন। কারণ, এর দ্বারা ব্যবসায়ের—
i. দায় বৃদ্ধি পেয়েছে
ii. দায় হ্রাস পেয়েছে
iii. সম্পত্তি হ্রাস পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে হিসাব সমীকরণে প্রভাবিত হয়েছে?
i. A বৃদ্ধি
ii. L বৃদ্ধি
iii. E হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. অদৃশ্যমান লেনদেনের উদাহরণ হচ্ছে—
i. কোম্পানির সিলমোহর
ii. আসবাবপত্রের ব্যবহারজনিত মূল্যহ্রাস
iii. সুনামের অবলোপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো—
i. সম্পদ = দায়=মালিকানাস্বত্ব
ii. সম্পদ–মালিকানাস্বত্ব = দায়
iii. সম্পদ+মালিকানাস্বত্ব = দায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. ‘ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন’ দ্বারা হিসাব সমীকরণের—
i. A উপাদান হ্রাস পাবে
ii. L উপাদান হ্রাস পাবে
iii. E উপাদান হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. হ্রাস পেলে ডেবিট হয়—
i. মালিকানাস্বত্ব
ii. দায়
iii. আয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. লেনদেনের প্রমাণপত্র হচ্ছে—
i. ভাউচার
ii. ক্যাশমেমো
iii. ক্রয় জাবেদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. ডেবিট নোট তৈরি করা হয়—
i. পণ্য ক্রয়ের জন্য
ii. বিক্রেতাকে পাঠানোর জন্য
iii. ক্রয় ফেরতের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.গ ৪২.গ ৪৩.গ ৪৪.গ ৪৫.গ ৪৬.ক ৪৭.খ ৪৮.ঘ ৪৯.ক ৫০.গ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা