সংক্ষেপে জেনে রাখি - ড্রপবক্স, খরাসহিষ্ণু ফসল, সামাজিক নেটওয়ার্ক, সফটওয়্যার পাইরেসি

ড্রপবক্স

ড্রপবক্স হচ্ছে একটি ক্লাউড সেবার নাম। এখানে যে কেউ অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্টে তথ্য, ছবি, ভিডিও, কিংবা যেকোনো নথি সংরক্ষণ করে রাখতে পারে। ড্রপবক্স যেকোনো সময় পৃথিবীর যেকোনো জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যায়। গুগলের গুগল ড্রাইভ প্রায় একই ধরণের সেবা দিয়ে থাকে।

খরাসহিষ্ণু ফসল

যেসব ফসল খরা অবস্থায় টিকে থাকতে ও ফসল দিতে পারে, তাদের খরাসহিষ্ণু ফসল বলে। এ ধরনের ফসলের মূল খুব দৃঢ়, শাখা-প্রশাখাযুক্ত এবং গভীরমূলী হয়। যেমন খেজুর, কুল, ছোলা, তরমুজ ইত্যাদি।

সামাজিক নেটওয়ার্ক

সামাজিক নেটওয়ার্ক হলো একই সঙ্গে একমুখী ব্রডকাস্ট এবং দ্বিমুখী ব্যক্তিগত যোগাযোগ। এই নেটওয়ার্ক ব্যবহার করে মানুষ একে-অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, তথ্য বিনিময় করতে পারে, সংগঠিত হতে পারে।

সফটওয়্যার পাইরেসি

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অনুমতি ব্যতীত নকল করাকে সফটওয়্যার পাইরেসি বলা হয়। এটি একটি নৈতিকতাবিরোধী কাজ। সফটওয়্যার পাইরেসির ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রেতা, বিক্রেতা, প্রস্তুতকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন