প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, এখন আর নতুন বিষয়বস্তু পড়ার কোনো দরকার নেই। গত দুই বছর প্রতিটি বিষয়ের যে অধ্যায়গুলো পড়েছ, তা ভালো করে রিভিশন দাও।
পরীক্ষার উত্তরপত্রে লেখার ক্ষেত্রে নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা প্রকাশ করবে। সংক্ষিপ্ত সিলেবাসের পড়াগুলো চোখ বুলিয়ে নেবে। নির্ধারিত অধ্যায়গুলো পড়বে। পড়ালেখায় সবচেয়ে বেশি সময় দেবে। প্রতিটি প্রশ্নের জন্য সময় ঠিক করে নেবে।
খাতায় যথাস্থানে পরীক্ষার রোল নম্বর, রেজি. নম্বর, বিষয় কোড সঠিকভাবে লিখবে ও পরীক্ষা শেষ করার পর খাতা দেওয়ার পূর্বে রিভিশন দেবে।
সংক্ষিপ্ত সিলেবাসের পড়াগুলো পড়বে ও লিখবে। সব বিষয়কেই সমানভাবে গুরুত্ব দেবে। তোমরা সংক্ষিপ্ত পাঠ্যসূচির নির্ধারিত অধ্যায়ের সাথে মিল রেখে বহুনির্বাচনি প্রশ্নগুলো বারবার পড়বে।
সংক্ষিপ্ত সিলেবাসের পড়াগুলো পড়বে ও লিখবে। সব বিষয়কেই সমানভাবে গুরুত্ব দেবে। তোমরা সংক্ষিপ্ত পাঠ্যসূচির নির্ধারিত অধ্যায়ের সাথে মিল রেখে বহুনির্বাচনি প্রশ্নগুলো বারবার পড়বে।
মনে রেখো, তোমরা প্রশ্ন বাছাই করতেও বাড়তি সুবিধা পাচ্ছ। অনেক প্রশ্ন থেকে কমসংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ রয়েছে। তাই এ কথা মাথায় রেখে পরীক্ষা নিয়ে তোমরা অযথাই কোনো টেনশন করবে না। আশা করি এই নিয়মকানুনগুলো মনে রাখবে।
মো. আবদুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী