প্রশ্নোত্তর
৫। প্রশ্ন: নদীভাঙনের অন্যতম প্রাকৃতিক কারণ কী? নদীভাঙনের ফলে কী হয়?
উত্তর: বন্যা নদীভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। এ দেশের অনেক জায়গাতেই নদীভাঙনের প্রবণতা দেখা যায়। নদীভাঙনের সৃষ্ট ক্ষতিসমূহ:
১. নদীর পার ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি, বাড়িঘর বিলীন হয়ে যায়।
২. এমনকি পুরো গ্রাম, সড়ক, রেলপথ নদীতে বিলীন হয়ে যায়।
৩. আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণেও অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়।
৬। প্রশ্ন: ভূমিকম্প কী? ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে করণীয় সম্পর্কে লেখো।
উত্তর: পৃথিবীর কোনো একটি অংশে মাঝারি বা মৃদু ঝাঁকুনিকে ভূমিকম্প বলে।
ভূমিকম্পের আগের করণীয়:
১. মৃদু ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
২. বাড়িতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে।
ভূমিকম্প চলাকালীন করণীয়:
১. পুরোপুরি শান্ত থাকতে হবে।
২. বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে।
৩. পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াবে।
ভূমিকম্পের পরে করণীয়:
প্রথম ভূমিকম্প থেমে যাওয়ার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা