ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | নীলনদ আর পিরামিডের দেশ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
নীলনদ আর পিরামিডের দেশ
১১. সোনালি বালিতে প্রতিফলিত হয়ে সূর্যরশ্মি কোথায় হানা দিচ্ছিল?
ক. সুদানের মরুভূমিতে
খ. তরল জলে
গ. সোনালি বালিতে
ঘ. আকাশের বুকে
১২. লেখকের দেখা মরুভূমির কোন রং বদল করছিল?
ক. মরুভূমির সাগর
খ. আকাশ
গ. সোনালি বালি
ঘ. সূর্যের রশ্মি
১৩. লেখক মরুভূমিতে প্রবেশ করার সময় কোনটি নিষ্প্রভ হয়ে আসছিল?
ক. বিজলি বাতি খ. মরুভূমির শহর
গ. সুয়েজ বন্দর ঘ. নীলনদ
১৪. মরুভূমিতে কোন দৃশ্যটি লেখকের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে?
ক. সুদানিদের বিচরণ
খ. সুয়েজ বন্দরের দৃশ্য
গ. আকাশের রং পরিবর্তন
ঘ. মরুভূমির চন্দ্রালোক
১৫. ‘সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলের মাঝখানে দেখা যায় না’—এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে?
ক. মরুভূমির সূর্যোদয়
খ. মরুভূমির ওপর চন্দ্রালোক
গ. সুয়েজ বন্দরের দৃশ্য
ঘ. আকাশের রং পরিবর্তন
১৬. কায়রোতে যাওয়ার সময় কোন ব্যাপারটি লেখকের কাছে ভুতুড়ে বলে মনে হয়?
ক. মরুভূমির সূর্যোলোকে
খ. মরুভূমির ওপর চন্দ্রালোক
গ. সুয়েজ বন্দরের দৃশ্য
ঘ. আকাশের রং পরিবর্তন
১৭. জ্বলজ্বলে সবুজ আলো দুটি কোথা থেকে আসছিল?
ক. নারীর চোখ থেকে
খ. মোটরগাড়ি থেকে
গ. উটের ক্যারাভান থেকে
ঘ. ভূতের চোখ থেকে
১৮. বেদুইনদের কাছে কোনটি প্রিয়?
ক. খচ্চর খ. মরুভূমি
গ. উট ঘ. পুত্র
১৯. জাহাজে চড়ার সময় লেখক কোন বিষয়টি কল্পনা করেননি?
ক. সুদানিদের চাঞ্চল্য
খ. মরুভূমির রহস্যময়তা
গ. সুয়েজ বন্দরের সৌন্দর্য
ঘ. ফোকটে মরুভূমির অতিক্রম
২০. লেখক কখন কায়রোর শহরতলিতে ঢুকলেন?
ক. রাত ১১টায়
খ. রাত ১০টায়
গ. রাত ৮টায়
ঘ. সন্ধ্যা ৭টায়
সঠিক উত্তর
নীলনদ আর পিরামিডের দেশ: ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.ঘ ১৫.খ ১৬.খ ১৭.গ ১৮.গ ১৯.ঘ ২০.ক
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা