দশম শ্রেণি - বাংলা ২য় পত্র | ভাষা : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

ভাষা

২১. প্রাতিপদিক কী?

ক. বিভক্তিযুক্ত পদ

খ. বিভক্তিহীন শব্দ

গ. বিভক্তিযুক্ত নাম শব্দ

ঘ. বিভিক্তিহীন নাম শব্দ

২২. কোন প্রকার শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না?

ক. দেশি খ. তদ্ভব

গ. অর্ধতৎসম ঘ. তৎসম

২৩. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?

ক. ওলন্দাজ খ. তুর্কি

গ. হিন্দি ঘ. গুজরাটি

২৪. ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?

ক. বাংলা খ. তুর্কি

গ. মিয়ানমার ঘ. জাপানি

২৫. ‘রিকশা’ কোন ভাষার শব্দ?

ক. গুজরাটি খ. পাঞ্জাবি

গ. তুর্কি ঘ. জাপানি

২৬. ‘হারিকিরি’ শব্দের অর্থ কী?

ক. হারানো খ. রিকশা

গ. আত্মহত্যা ঘ. আত্মরক্ষা

২৭. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?

ক. অপিনিহিতি খ. পারিভাষিক শব্দ

গ. রূঢ়ি শব্দ ঘ. তৎসম শব্দ

২৮. কোনটি পারিভাষিক শব্দ?

ক. মসজিদ খ. হাসপাতাল

গ. সমীকরণ ঘ. হরতন

২৯. বাংলা ব্যাকরণ (পতু‌র্গিজ ভাষায়) প্রথম রচনা করেন কে?

ক. উইলিয়াম কেরি

খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

ঘ. মনুয়েল দ্য আসসুম্প সাঁও

৩০. বাংলা ব্যাকরণ (ইংরেজি ভাষায়) প্রথম রচনা করেন কে?

ক. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

খ. মি. এন বি হ্যালহেড

গ. উইলিয়াম কেরি

ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

সঠিক উত্তর

ভাষা: ২১.ঘ ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.ঘ ২৬.গ ২৭.খ ২৮.গ ২৯.ঘ ৩০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)