দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১৩

১. আইনগত কাঠামো আদেশে ৫টি প্রাদেশিক পরিষদের জন্য কতজন সদস্যের কথা বলা হয়?

ক. ৬২০ খ. ৬২১

গ. ৬২২ ঘ. ৬২৩

২. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মহিলা আসন ছিল কতটি?

ক. ৭ খ. ৮

গ. ৯ ঘ. ১০

৩. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট আসনসংখ্যা ছিল কত?

ক. ১৬৯ খ. ১৭০

গ. ১৭৫ ঘ. ২৭৬

৪. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের সাধারণ আসন ছিল কতটি?

ক. ৩০০ খ. ৩০৫

গ. ৩১০ ঘ. ৩১৫

৫. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?

ক. ২৯৮টি খ. ৩০০টি

গ. ৩০২টি ঘ. ৩০৪টি

৬. ১৯৭০ সালের জাতীয় পরিষদের সদস্যদের কী বলা হতো?

ক. এমএনএ খ. এমপিএ

গ. এমএন ঘ. এমপি

৭. ১৯৭০ সালের পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মোট ভোটের কত শতাংশ পায়?

ক. ৭০.৫% খ. ৭০.১০%

গ. ৭৫.৫% ঘ. ৭৫.১০%

৮. ১৯৭০ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে?

ক. ইয়াহিয়া খান খ. আইয়ুব খান

গ. মোনায়েম খান ঘ. জুলফিকার আলী ভুট্টো

৯. স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?

ক. ১ মার্চ ১৯৭০ খ. ২ মার্চ ১৯৭০

গ. ৩ মার্চ ১৯৭০ ঘ. ৪ মার্চ ১৯৭০

১০. স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন কারা?

ক. ছাত্রলীগ নেতারা

খ. মুসলিম লীগ নেতারা

গ. নেজামে ইসলাম নেতারা

ঘ. গণতন্ত্রী নেতারা

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ১.খ ২.ক ৩.ক ৪.ক ৫.ক ৬.ক ৭.ঘ ৮.ক ৯.ক ১০.ক

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা