সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | গরবিনী মা-জননী : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

গরবিনী মা-জননী

১. মায়ের আঁচল কোণে কী লেগে আছে?

ক. বকুল যূথীর গন্ধ

খ. কান্না ফুলের নকশা

গ. ছেলের বুকের খুন

ঘ. সবুজ তৃণ

২. ‘গরবিনী মা-জননী’ কবিতায় ‘দুর্ভাগিনী মেয়ে’ বলে কাদের বোঝানো হয়েছে?

ক. যুদ্ধ ক্ষতিগ্রস্ত মেয়েদের

খ. দুর্ভাগ্য জর্জরিত মেয়েদের

গ. বাংলার গ্রামীণ মেয়েদের

ঘ. বাংলার অবহেলিত মেয়েদের

৩. ‘ওরে আমার মা-জননী’ ‘মা-জননী’ কে?

ক. শহর খ. গ্রাম

গ. জন্মভূমি ঘ. গর্ভধারিণী

৪. ‘গরবিনী মা-জননী’ কবিতায় মায়ের নামে কারা ঝাঁপিয়ে পড়ে?

ক. শিশুরা খ. কিশোরেরা

গ. ছেলেরা ঘ. মেয়েরা

৫. কবি কাকে পুণ্যবতী বলেছেন?

ক. বাঙালিকে খ. মাকে

গ. সন্তানকে ঘ. জন্মভূমিকে

৬. সন্ধ্যা-দুপুর কী বেজেই চলে?

ক. নূপুর খ. সাইরেন

গ. ঘণ্টা ঘ. হর্ন

৭. শিশির খোঁপায় কখন গন্ধ মাখে?

ক. রাতে খ. সন্ধ্যায়

গ. দুপুরে ঘ. ভোরে

৮. রোজ ভোরে শিশির কোথায় বকুল যূথীর গন্ধ মাখে?

ক. ফুলের পাপড়িতে খ. খোঁপায়

গ. সবুজ ঘাসে ঘ. ধানের শিষে

৯. শিশির খোঁপায় কিসের গন্ধ মাখে?

ক. রজনীগন্ধা ফুলের

খ. জুঁই চামেলি

গ. বকুল যূথীর

ঘ. কদম ফুলের

১০. ‘গরবিনী মা-জননী’ কবিতায় মেয়েরা কী বুনে?

ক. কান্না ফুলের নকশা

খ. জবা ফুলের নকশা

গ. শিউলি ফুলের নকশা

ঘ. নকশিকাঁথার নকশা

সঠিক উত্তর

গরবিনী মা-জননী: ১.গ ২.ক ৩.গ ৪.গ ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.গ ১০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা