দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৩১. কোন সফটওয়্যার ব্যবহার করে চমত্কার কনটেন্টস তৈরি করা যায়?

ক. অথর

খ. ডেটাবেজ

গ. এডোবি ফটোশপ

ঘ. পাওয়ারপয়েন্ট

৩২. ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার?

ক. অথরিং খ. লেখালেখির

গ. ডেটাবেজ ঘ. কথা বলার

৩৩. ফটোশপ কী ধরনের সফটওয়্যার?

ক. ডেটাবেজ খ. হিসাব–নিকাশের

গ. গ্রাফিকস ঘ. নেটওয়ার্কিং

৩৪. অথোরিং সফটওয়্যারসমূহ কী ধরনের হয়?

ক. শক্তিশালী

খ. দুর্বল

গ. জটিল

ঘ. মুদ্রণ ও প্রকাশনাসংশ্লিষ্ট

৩৫. মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রল বা ফ্ল্যাশ করাকে কী বলা যাবে?

ক. ইফেক্ট খ. স্টাইল

গ. সৌন্দর্যবর্ধন ঘ. সবগুলো

৩৬. নিচের কোনটি ইন্টার-অ্যাকটিভ?

ক. ফটোশপ খ. ওয়েব

গ. ভিডিও গেমস ঘ. সবগুলো

৩৭. তথ্যকে আকর্ষণীয় এবং কার্যকরভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত সফটওয়্যার হলো—

ক. এক্সেল খ. অ্যাকসেস

গ. পাওয়ারপয়েন্ট ঘ. ফটোশপ

৩৮. পাওয়ারপয়েন্ট সফটওয়্যারের অপর নাম কী?

ক. আউটলুক

খ. প্রেজেন্টেশন সফটওয়্যার

গ. প্রিমিয়ার সফটওয়্যার

ঘ. ই-মেইল

৩৯. পাওয়ারপয়েন্টে ফাইলকে বলা হয়—

ক. সফটওয়্যার খ. প্রেজেন্টেশন

গ. হ্যান্ড আউট ঘ. স্লাইড

৪০. পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য—

i. Start বোতামে যেতে হবে

ii. New বোতামে চাপতে হবে

iii. মাইক্রোসফট অফিস মেনুতে যেতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩১.গ ৩২.ক ৩৩.গ ৩৪.ক ৩৫.ঘ ৩৬.ঘ ৩৭.গ ৩৮.খ ৩৯.খ ৪০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা