অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৩: বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১১. উদ্ভিদের পাতায় উত্পন্ন খাদ্য কিসের দ্বারা সারা দেহে পরিবাহিত হয়?

ক. জাইলেম

খ. ফ্লোয়েম

গ. অভিস্রবণ

ঘ. সালোকসংশ্লেষণ

১২. জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের কোন ধরনের পরিবহন হয়?

ক. পাতামুখী খ. ঊর্ধ্বমুখী

গ. নিম্নমুখী ঘ. চতুর্মুখী

১৩. ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্যরসের কোনমুখী পরিবহন হয়?

ক. পাতামুখী খ. ঊর্ধ্বমুখী

গ. নিম্নমুখী ঘ. চতুর্মুখী

১৪. স্কুলে তোমাকে উদ্ভিদের পানি পরিবহনের একটি পরীক্ষা করতে বলল। তুমি পানি পরিবহনের জন্য কোন উদ্ভিদটি বেছে নেবে?

ক. দোপাটি খ. সূর্যমুখী

গ. পাথরকুচি ঘ. মাশরুম

১৫. প্রস্বেদনের ফলে উদ্ভিদের প্রচুর পানি বাষ্পাকারে কোথায় যায়?

ক. বায়ুমণ্ডলে খ. শ্বসনে

গ. অভিস্রবণে ঘ. খাদ্যরসে

১৬. নিচের কোনটি অভিস্রবণ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত?

ক. টিস্যু খ. ফ্লোয়েম টিস্যু

গ. জাইলেম টিস্যু ঘ. ইমবাইবিশন

১৭. অভিস্রবণ কোথায় ঘটে?

ক. মূলে খ. পাতায়

গ. কাণ্ডে ঘ. টিস্যুতে

১৮. অভিস্রবণ কী?

ক. এক প্রকার শ্বসন

খ. এক প্রকার ব্যাপন

গ. এক প্রকার প্রস্বেদন

ঘ. এক প্রকার চলন

১৯. জাইলেম ও ফ্লোয়েম উদ্ভিদের কী?

ক. পরিবহন পথ খ. নির্গমন পথ

গ. আলোক পথ ঘ. বৃদ্ধির উপাদান

২০. লেন্টিসেল কোথায় থাকে?

ক. পাতায় খ. কাণ্ডে

গ. মূলে ঘ. পত্রমূলে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.খ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.ক ২০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)