সপ্তম শ্রেণি - বাংলা ২য় পত্র | শব্দ ও পদ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

শব্দ ও পদ

১. কারক শব্দের অর্থ কী?

ক. যা পদকে সম্পাদন করে

খ. যা সমাসকে সম্পাদন করে

গ. যা কাজ সম্পাদন করে

ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে

২. শব্দ বা নামপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয়, তাকে কী বলে?

ক. শব্দ বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি

গ. শূন্য বিভক্তি ঘ. অর্থ বিভক্তি

৩. ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়, তাকে কী বলে?

ক. নাম বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি

গ. শূন্য বিভক্তি ঘ. শব্দ বিভক্তি

৪. কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, তাকে কী বলে?

ক. কর্মকারক খ. কর্তৃকারক

গ. করণকারক ঘ. অপাদান কারক

৫. ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তাকে কোন পদ বলে?

ক. বিশেষ্য পদ খ. সম্বন্ধ পদ

গ. সম্বোধন পদ ঘ. নামপদ

৬. কারক নির্দেশের জন্য বাক্যে শব্দের শেষে কী যুক্ত হয়?

ক. প্রত্যয় খ. বিভক্তি

গ. উপসর্গ ঘ. অনুসর্গ

৭. বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণসমষ্টি বাক্যের অর্থগ্রাহ্যতায় সাহায্য করে, তাকে কী বলে?

ক. অনুসর্গ খ. বচন

গ. বিভক্তি ঘ. কারক

৮. বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক, তাকে কী বলে?

ক. পদ খ. বিভক্তি

গ. সমাস ঘ. কারক

৯. বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে?

ক. নামপদের

খ. অব্যয় পদের

গ. বিশেষণ পদের

ঘ. ক্রিয়া বিশেষণ পদের

১০. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত তাকে কোন কারক বলে?

ক. কর্মকারক

খ. করণকারক

গ. সম্প্রদানকারক

ঘ. কর্তৃকারক

সঠিক উত্তর

শব্দ ও পদ: ১.গ ২.ক ৩.খ ৪.গ ৫.খ ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) ▶