বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

২১. ‘মাৎস্যন্যায়’–এর অবসান ঘটে কোন শতকের মাঝামাঝি?

ক. ৭ম শতকের খ. ৮ম শতকের

গ. ৯ম শতকের ঘ. ১০ম শতকের

২২. কোন বংশের উত্থানের মধ্য দিয়ে অরাজকতার অবসান ঘটে?

ক. পাল খ. গুপ্ত

গ. সেন ঘ. পুণ্ড্র

২৩. পাল ও সেন বংশীয় রাজাদের আমলে বঙ্গে কোনটি পরিলক্ষিত হয়?

ক. দুর্ভিক্ষ

খ. বঙ্গের আয়তন সংকোচন

গ. বঙ্গের আয়তন বৃদ্ধি

ঘ. সাহিত্যের উন্নয়ন

২৪. পাল বংশের প্রতিষ্ঠা করেন কে?

ক. শশাঙ্ক খ. গোপাল

গ. মহীপাল ঘ. সৌমিত্র

২৫. ‘দয়িতবিষ্ণু’ কে ছিলেন?

ক. গোপাল খ. গোপালের পিতা

গ. ধর্মপাল ঘ. গোপালের পিতামহ

২৬. পাল বংশের স্থায়িত্ব ছিল কত বছর?

ক. প্রায় ১০০ বছর

খ. প্রায় ২০০ বছর

গ. প্রায় ৩০০ বছর

ঘ. প্রায় ৪০০ বছর

২৭. দীর্ঘকাল বাংলা শাসন করে কোন রাজবংশ?

ক. মৌর্য রাজবংশ খ. গুপ্ত রাজবংশ

গ. পাল রাজবংশ ঘ. সেন রাজবংশ

২৮. ধর্মপালের শাসনকাল কোনটি?

ক. ৭৮০—৮২০ খ্রিষ্টাব্দ

খ. ৭৮১—৮২১ খ্রিষ্টাব্দ

গ. ৭৮২—৮২২ খ্রিষ্টাব্দ

ঘ. ৭৮৩—৮২৩ খ্রিষ্টাব্দ

২৯. প্রাচীন বাংলার ইতিহাসে শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম কে ছিলেন?

ক. গোপাল খ. ধর্মপাল

গ. দেবপাল ঘ. মহীপাল

৩০. কনৌজ যুদ্ধে পরাজিত হয় কে?

ক. ধর্মপাল খ. ব্রহ্মরাজ

গ. নাগভট্ট ঘ. বিজয় সেন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.খ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.ঘ ২৭.গ ২৮.খ ২৯.খ ৩০.ক

আযীযুন নাহার, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা