অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | বাবুরের মহত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

বাবুরের মহত্ত্ব

১১. পানিপথের যুদ্ধে কে নিহত হয়েছেন?

ক. বাবুর খ. হুমায়ুন

গ. রণবীর চৌহান ঘ. ইব্রাহিম লোদি

১২. লোদি কে ছিলেন?

ক. শাসক খ. পাঠান-বাদশা

গ. রাজা ঘ. মুঘল সম্রাট

১৩. বাবুর তাঁর জয়ের মধ্যে কী দেখতে পান?

ক. সম্মান খ. অসন্তুষ্টি

গ. ফাঁকি ঘ. খ্যাতি

১৪. বাবুরের বিজয়ে কে গর্জে উঠলেন?

ক. দৌলত খাঁ খ. সংগ্রাম সিং

গ. রণবীর চৌহান ঘ. ইব্রাহিম লোদি

১৫. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় সবচেয়ে কৃতঘ্ন ব্যক্তি কে?

ক. দৌলত খাঁ খ. ইব্রাহিম লোদি

গ. রণবীর চৌহান ঘ. সংগ্রাম সিং

১৬. ‘বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে’—কে বলেছেন?

ক. দৌলত খাঁ খ. সংগ্রাম সিং

গ. বাবুর ঘ. রণবীর চৌহান

১৭. দিল্লি দখলের পর বাবুর কী করতে চেয়েছিলেন?

ক. প্রজাদের হৃদয় জয়

খ. ধর্ম প্রচার

গ. শ্রেণিবৈষম্য দূর

ঘ. পার্শ্ববর্তী রাজ্য জয়

১৮. খানুয়ার প্রান্তরে কার পতন হয়েছিল?

ক. দৌলত খাঁর খ. চৌহানের

গ. সংগ্রাম সিংয়ের ঘ. ইব্রাহিম লোদির

১৯. বাবুর কাদের হৃদয় দখল করার জন্য মনস্থির করেন?

ক. বিজিতের খ. প্রজাদের

গ. রাজপুতদের ঘ. নাগরিকদের

২০. হিন্দুর হৃদয় জয় করার জন্য বাবুর কোন দিকে মনোযোগ দিয়েছিলেন?

ক. যুদ্ধ খ. কৃষি উন্নয়ন

গ. সুশাসন ঘ. পৃষ্ঠপোষকতা

সঠিক উত্তর

বাবুরের মহত্ত্ব: ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)